ভারতীয় সুপ্রিম কোর্টের তরফে Supreme Court of India Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। গ্রুপ-বি পদে 210 টি শূন্যপদে জুনিয়র কোর্ট অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে।
Supreme Court of India Junior Court Assistant Recruitment 2022 -এ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। অফলাইনে কোনো আবেদন গ্রহন করা হবে না। সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। ইতিমধ্যেই অনলাইনে আবেদন শুরু হয়েছে।
Supreme Court of India Group-B Recruitment 2022 -এ ভারতবর্ষের নাগরিক হলেই আবেদন করা যাবে। সুতরাং, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকেই ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। নূন্যতম স্নাতক পাশেই আবেদন করা যাবে।
SCI Junior Court Assistant Recruitment 2022 -এ আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন।
পদের নাম-
Junior Court Assistant (Group-B)
মোট শূন্যপদ-
এখানে মোট 210 টি শূন্যপদ আছে।
মাসিক বেতন-
63,068/- টাকা
আবেদন শুরু- 18/06/2022
আবেদন শেষ- 10/07/2022
বয়সসীমা-
01/07/2022 অনুযায়ী 18 বছর থেকে 30 বছরের মধ্যে বয়স হতে হবে।
আবশ্যিক যোগ্যতা-
- আবেদনকারীকে স্নাতক পাশ হতে হবে।
- টাইপিং স্পিড থাকতে হবে।
- বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে।
- বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।
নিয়োগ পদ্ধতি-
লিখিত পরীক্ষা, টাইপিং টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
আবেদন মূল্য-
জেনারেল ও ওবিসিদের জন্য 500/- টাকা এবং এসসি ও এসটিদের জন্য 250/- টাকা আবেদন মূল্য ধার্য করা হয়েছে।
আবেদন পদ্ধতি-
- আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
- সরাসরি অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে।
- প্রথমে নিজের নাম রেজিস্ট্রার করতে হবে।
- এরপর নির্ভুলভাবে ফর্ম পূরণ করতে হবে।
- উল্লেখিত ডকুমেন্টসগুলি আপলোড করতে হবে।
- সবশেষে আবেদন আবেদন মূল্য জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।
- আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন।
- অনলাইনে আবেদন করার শেষ তারিখ 10/07/2022
Important Links
Join Telegram: Click Here
Official Notification: Download Now
Apply Online: Click Here
Official Website: Click Here