Ads Area

মাসিক বেতন 32,100 টাকা ! রাজ্যে Librarian পদে চাকরি, আবেদন চলছে



পশ্চিমবঙ্গ সরকারের ডিরেক্টর অব লাইব্রেরী সার্ভিসের তরফে West Bengal Librarian Recruitment 2022 Notification ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। পশ্চিম মেদেনীপুর জেলায় লাইব্রেরীয়ান পদে নিয়োগের জন্য আবেদন চলছে।

West Bengal Rural Library Recruitment 2022 -এ আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। রেজিস্ট্রার পোস্টের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে। ইতিমধ্যেই 20/06/2022 তারিখ থেকে আবেদনপত্র গ্রহন পর্ব শুরু হয়েছে। 

Librarian Recruitment 2022 in West Bengal -এ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয়ই আবেদন করতে পারবে। নোটিশে ডিরেক্ট নিয়োগ করার কথা বলা হয়েছে। সুতরাং, কোনো লিখিত পরীক্ষা হবে না। নূন্যতম স্নাতক পাশেই আবেদন করা যাবে। 

West Bengal District Librarian Recruitment 2022 -আবেদনের আবশ্যিক যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, আবেদন মূল্য, মোট শূন্যপদ, বয়সসীমা, নিয়োগ পদ্ধতি, আবেদন পদ্ধতি ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জানতে নীচের লেখাটি সম্পূর্ণ পড়ুন। 

পদের নাম-

লাইব্রেরীয়ান

মোট শূন্যপদ-

এখানে মোট 05 টি শূন্যপদ আছে।

মাসিক বেতন-

32,100-82,900/- টাকা (পে লেভেল- 10 অনুযায়ী)

আবেদন শুরু- 20/06/2022

আবেদন শেষ- 15/07/2022

বয়সসীমা-

উক্ত পদে আবেদনের জন্য 01/01/2022 অনুযায়ী 18 বছর থেকে 40 বছরের মধ্যে বয়স হতে হবে। সরকারী নিয়ম অনুযায়ী বয়সের ছাড় থাকছে। 

আবশ্যিক যোগ্যতা-

  • আবেদনকারীকে লাইব্রেরী এন্ড ইনফরমেশন সায়েন্সে স্নাতক হতে হবে। 
  • বেসিক কম্পিউটার নলেজ থাকতে হবে। 
  • বাংলা ভাষায় যথেষ্ট দক্ষতা থাকতে হবে। 
  • কমপক্ষে 3 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। 
  • বিস্তারিত জানতে নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিশ দেখুন।

    আবেদন মূল্য-

    উক্ত পদে আবেদনের জন্য কোনোপ্রকার আবেদন মূল্য লাগবে না। 

    আবেদন পদ্ধতি-

    • আবেদন করতে হবে অফলাইনের মাধ্যমে। 
    • নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। 
    • নির্ভুলভাবে আবেদন ফর্মটি পূরণ করতে হবে। 
    • নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করতে হবে। 
    • নির্দিষ্ট ঠিকানায় সঠিক সময়ের মধ্যে জমা দিতে হবে। 
    • আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাঃ The District Library Officer, Paschim Medinipur, Office of the District Library Officer, At- DRDA Building(2nd Floor), Zilla Parishad Campus, Midnapore- 721101
    • আবেদন করার আগে অফিশিয়াল নোটিশটি অবশ্যই ভালো করে পড়ে নিন। 
    • অফলাইনে আবেদন করার শেষ তারিখ 15/07/2022

    প্রয়োজনীয় ডকুমেন্টস(নথিপত্র)-

    • বয়সের প্রমানপত্র
    • শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
    • কম্পিউটার সার্টিফিকেট
    • জাতিগত শংসাপত্র
    • বসবাসের প্রমানপত্র
    • অভিজ্ঞতার শংসাপত্র
    • নিজের সই করা ছবি
    • অন্যান নথিপত্র

    Important Links

    Join Telegram: Click Here

    Official Notification: Download Now

    Application Form: Download Now

    Official Website: Click Here



    Post a Comment

    0 Comments