Ads Area

রাজ্যের বিদ্যুৎ দপ্তরে নিয়োগ চলছে, আবেদন করুন অনলাইনে

 


রাজ্যের বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিভিন্ন ট্রেডে অ্যাপ্রেন্টিস প্রশিক্ষণের জন্য আবেদন গ্রহণ করছে পশ্চিমবঙ্গের বিদ্যুৎ উন্নয়ন কর্পোরেশ (WBPDCL)। প্রশিক্ষণ চলাকালীন প্রতিমাসে স্টাইপেন্ড পাবেন। কোন কোন ট্রেডে নিয়োগ করা হবে, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, আবেদন পদ্ধতি সহ আরো অন্যান্য তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন। সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।


পদের নাম- মেকানিক্যাল।
মোট শূন্যপদ- ১২ টি (UR- ৬ টি, SC- ৩ টি, ST- ১ টি, OBC- ২ টি)।

পদের নাম- ইলেকট্রিক্যাল।
মোট শূন্যপদ- ১০ টি (UR- ৫ টি, SC- ২ টি, ST- ১ টি, OBC- ২ টি)।

পদের নাম- ইন্সট্রুমেন্টেশন/ ইলেকট্রনিক্স।
মোট শূন্যপদ- ৫ টি (UR- ৩টি, SC- ১ টি, ST- ১ টি)।

পদের নাম- মাইনিং
মোট শূন্যপদ- ৩ টি (UR- ২ টি, SC- ১ টি)।

শিক্ষাগত যোগ্যতা- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে AICTE অনুমোদিত যেকোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইন্সট্রুমেন্টেশন/ মাইনিং এ চার বছরের স্নাতক কোর্স করে থাকতে হবে।
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ০১ জুন ২০২২ তারিখে প্রার্থীর বয়স ২৫ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
স্টাইপেন্ড- প্রতি মাসে ৯০০০ টাকা।

পদের নাম- মেকানিক্যাল
মোট শূন্যপদ- ১৩ টি (UR- ৬ টি, SC- ৩ টি, ST- ১ টি, OBC- ৩ টি)।

পদের নাম- ইলেকট্রিক্যাল
মোট শূন্যপদ- ১০ টি (UR- ৫ টি, SC- ২ টি, ST- ১ টি, OBC- ২ টি)।

পদের নাম- ইন্সট্রুমেন্টেশন/ ইলেকট্রনিক্স
মোট শূন্যপদ- ৭ টি (UR- ৩ টি, SC- ২ টি, ST- ১ টি, OBC- ১ টি)।

শিক্ষাগত যোগ্যতা- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে AICTE অনুমোদিত অথবা ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অনুমোদিত যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মেকানিক্যাল/ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং/ ইন্সট্রুমেন্টেশন -এ তিন বছরের ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে।
বয়স- উপরোক্ত প্রতিটি পদের ক্ষেত্রে ০১ জুন ২০২২ তারিখে প্রার্থীর বয়স ১৮ থেকে ২৪ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।
স্টাইপেন্ড- প্রতি মাসে ৮০০০ টাকা।
প্রশিক্ষণের সময়কাল- ১ বছর।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীগণ কেবলমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.wbpdcl.co.in -এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর অবশ্যই বৈধ ইমেইল আইডি এবং ফোন নম্বর থাকতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট সাইজ কালার ফটো (500 KB এর কম) এবং স্বাক্ষর (200 KB এর কম) স্ক্যান করে আপলোড করতে হবে।

নিয়োগ পদ্ধতি- পার্সোনাল ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
আবেদনের শেষ তারিখ- ২৭ জুন ২০২২ তারিখ পর্যন্ত।

Official Notice: Download Now
Apply Now: Click Here

Post a Comment

0 Comments