পশ্চিমবঙ্গের অভয়ারণ্য তালিকা
প্রিয় পাঠকেরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গের অভয়ারণ্য তালিকা । পশ্চিমবঙ্গ PSC এর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক।
নং | বন্যপ্রাণী অভয়ারণ্য | সাল | আয়তন (বর্গকিমি) |
---|---|---|---|
১ | চাপরামারী বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৭৬ | ৯.৬ |
২ | হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৭৬ | ৫.৯৫ |
৩ | লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৭৬ | ৩৮ |
৪ | মহানন্দা বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৭৬ | ১৫৮.০৪ |
৫ | সজনেখালি বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৭৬ | ৩৬২.৪ |
৬ | সেঞ্চল বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৭৬ | ৩৮.৮৮ |
৭ | বল্লভপুর বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৭৭ | ২.০২ |
৮ | বেথুয়াডহরী বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৮০ | ০.৬৭ |
৯ | বিভূতিভূষণ বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৮০ | ০.৬৪ |
১০ | রমনাবাগান বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৮১ | ০.১৪ |
১১ | চিন্তামনি কর পাখিরালয় | ১৯৮২ | ০.০৭ |
১২ | জোড়পোখরী বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৮৫ | ০.০৪ |
১৩ | রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৮৫ | ১.৩ |
১৪ | বক্সা বন্যপ্রাণী অভয়ারণ্য | ১৯৮৬ | ২৬৭.৯২ |
১৫ | পশ্চিম সুন্দরবন বন্যপ্রাণী অভয়ারণ্য | ২০১৩ | ৫৫৬.৪৫ |
পশ্চিমবঙ্গের অভয়ারণ্য তালিকা
প্রিয় পাঠকেরা, আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি পশ্চিমবঙ্গের অভয়ারণ্য তালিকা । পশ্চিমবঙ্গ PSC এর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক।
পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ অভয়ারণ্য তালিকা
পশ্চিমবঙ্গের গুরুত্বপূর্ণ অভয়রাণ্যগুলি হলো –
চাপরামারি বন্যপ্রাণ অভয়ারণ্য
- জলপাইগুড়ি জেলায় অবস্থিত।
- ১৯৭৬ সালে বন্যপ্রাণ অভয়ারণ্যের তকমা পায়।
- গরুমারা জাতীয় উদ্যানের পাশে অবস্থিত।
- এখানে এশীয় হাতি, বন্য বরাহ, সম্বর হরিণ, চিতাবাঘ ও বাংলা বাঘ দেখা যায়।
জোড়পোখরি বন্যপ্রাণ অভয়ারণ্য
- দার্জিলিং জেলায় অবস্থিত।
- ১৯৮৫ সালে বন্যপ্রাণ অভয়ারণ্যের তকমা পায়।
- হিমালয়ান স্যালামান্ডার (স্থানীয় নাম “গোরা”)-সহ উচ্চ পার্বত্য অঞ্চলের প্রাণীদের দেখা যায়।
- ]এই বনটি কৃত্রিমভাবে সাজানো ও প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত।
নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্য
- দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত ।
- ১৯৮২ সালে একটি আমবাগানকে নরেন্দ্রপুর বন্যপ্রাণ অভয়ারণ্যের তকমা দেওয়া হয়।
- সোনারপুরের কাছে গড়িয়া ক্যানিং রোডের পাশে অবস্থিত।
- এই অভয়ারণ্যের বিভিন্ন ধরণের পাখি দেখা যায়।
বল্লভপুর বন্যপ্রাণ অভয়ারণ্য
- বীরভূম জেলায় শান্তিনিকেতনের কাছে অবস্থিত।
- ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।
- এখানে চিত্রা হরিণ, বেজী, খরগোশ, বনবিড়াল, কাঠবিড়ালী, কৃষ্ণসার দেখা যায়।
বিভূতিভূষণ বন্যপ্রাণ অভয়ারণ্য
- উত্তর ২৪ পরগনার বনগাঁতে অবস্থিত।
- অভয়ারণ্যটি সাহিত্যিক বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের নাম নামাঙ্কিত।
- এখানে এক সময় অনেক চিত্রা হরিণ থাকলেও ২০০০ সালের বন্যায় এই হরিণদের অনেকাংশ মারা যায়।
বেথুয়াডহরি বন্যপ্রাণ অভয়ারণ্য
- নদীয়া জেলায় অবস্থিত।
- ১৯৮০ সালে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়।
- চিত্রা হরিণ, বেজী, খরগোশ, ঘড়িয়াল, ময়ূর ও বিভিন্ন ধরণের পাখি এখানে দেখা যায়।
মহানন্দা বন্যপ্রাণ অভয়ারণ্য
- দার্জিলিং জেলায় অবস্থিত।
- হিমালয়ের পাদদেশে তিস্তা ও মহানন্দা নদীর মাঝে অবস্থান।
- ১৯৪৯ সালে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়।
- এখানে এশীয় হাতি, দেশি বন শুকর, সম্বর হরিণ, চিতাবাঘ, পাহাড়ি কালো ভাল্লুক ও বাঘ দেখা যায়।
রমনাবাগান বন্যপ্রাণ অভয়ারণ্য
- পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত।
- ১৯৮১ সালে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়।
- কিছু চিত্রা ও মায়া হরিণ রয়েছে।
রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্য
- উত্তর দিনাজপুর জেলার সদর রায়গঞ্জে অবস্থিত।
- ১৯৮৫ সালে বন্যপ্রাণ অভয়ারণ্য হিসেবে ঘোষিত হয়।
- এটি কুলিক পক্ষী অভয়ারণ্য নামেও পরিচিত কারণ এটি কুলিক নদীর তীরে অবস্থিত।
লোথিয়ান দ্বীপ বন্যপ্রাণ অভয়ারণ্য
- দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত।
- বঙ্গোপসাগরের কাছে সপ্তমুখী নদীর মোহনায় অবস্থিত।
- অভয়াৰণ্যটি সুন্দরবনের ব-দ্বীপের অংশবিশেষ।
- এখানে চিত্রা হরিণ, জলপাইরঙা সামুদ্রিক কচ্ছপ, বনবিড়াল, লাল বাঁদর, নোনা জলের কুমির ইত্যাদি দেখা যায়।
সজনেখালি বন্যপ্রাণ অভয়ারণ্য
- দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত।
- সুন্দরবনের সজনেখালি নামক স্থানে অবস্থিত ।
- এখানে চিত্রা হরিণ, মেছো বিড়াল, লাল বান্দর, বাংলা বাঘ, দেশি বন শুকর, ভোঁদড়, গুই সাপ, লোনা জলের কুমির, জলপাইরঙা সাগর কাছিম, কেটো কচ্ছপ, এবং নানা প্রজাতির পাখি দেখা যায়।
সেঞ্চল বন্যপ্রাণ অভয়ারণ্য
- দার্জিলিং জেলায় অবস্থিত।
- ১৯১৫ সালে এটি “শিকারপ্রাণী সংরক্ষিত কেন্দ্র” এবং ১৯৭৬ সালে সরকারিভাবে অভয়ারণ্য ঘোষিত হয়।
- এখানে বাংলা বাঘ, চিতাবাঘ, বন বিড়াল ও কালো ভাল্লুক, কাঠবিড়ালি, দেশি বনরুই, বন ছাগল, রাম কুত্তা, লালবাঁদর , আসামি বানর ও বিভিন্ন প্রজাতির পাখি ইত্যাদি দেখা যায়।
হ্যালিডে দ্বীপ বন্যপ্রাণ অভয়ারণ্য
- দক্ষিণ ২৪ পরগনা জেলায় অবস্থিত।
- বঙ্গোপসাগরের নিকটে মাতলা নদীর মুখে এর অবস্থান।
- ১৯৭৬ সালে সরকারিভাবে অভয়ারণ্য ঘোষিত হয়।
- এখানে চিত্রা হরিণ, দেশি বন শুকর, লাল বাঁদর , নোনা জলের কুমির ও রয়েল বেঙ্গল বাঘ দেখা যায়।