Ads Area

জেলা হাসপাতালে গ্রূপ-সি কর্মী নিয়োগ, দেখে নিন আবেদন পদ্ধতি

 রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য সুখবর। জেলা মেডিকেল কলেজে বিভিন্ন পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। কোন জেলায় নিয়োগ করা হবে, শিক্ষাগত যোগ্যতা, বয়স, আবেদন পদ্ধতি সহ আরও বিভিন্ন তথ্য জানতে নিচে রইল আজকের এই প্রতিবেদন।


পদের নাম- ল্যাবরেটরি টেকনিশিয়ান।
মোট শূন্যপদ- ১ টি।
বয়স- আবেদনকারী প্রার্থীকে ১ জানুয়ারি ২০২২ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ৬০ সর্বাচ বছরের মধ্যে হতে হবে।
শিক্ষাগত যোগ্যতা- মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজিতে স্নাতক অথবা ডিপ্লোমা কোর্স করে থাকতে হবে। সঙ্গে প্রার্থীকে অবশ্যই বাংলাতে লিখতে,পড়তে ও বলতে জানতে হবে।
বেতন- প্রতি মাসে ১৩,০০০/- টাকা।


নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা,কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে।
নিয়োগের স্থান- নিয়োগ করা হবে কোচবিহার জেলার অন্তর্গত মহারাজা জিতেন্দ্র নারায়ান মেডিকেল কলেজ এন্ড হসপিটালে।

আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীগণ কেবলমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। নির্দিষ্ট বয়ানে আবেদনপত্র পূরণ করে তার সঙ্গে প্রয়োজনীয় নথি যোগ করে তা একটি মুখ বন্ধ খামে ভরে উল্লিখিত ঠিকানায় বাই পোস্ট অথবা সরাসরি জমা করতে হবে। মুখ বন্ধ খামের উপর বড় হাতে লিখতে হবে “APPLICATION FOR THE POST OF_________(কোন পদের জন্য আবেদন করছেন)।

আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত নথি যোগ করতে হবে তা নিম্নোক্ত-
১) বয়সের প্রমাণপত্র।
২) সমস্ত শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট।
৩) আধার কার্ড / ভোটার কার্ড
৩) সম্প্রতি তোলা সেল্ফ অ্যাটেস্টেড করা পাসপোর্ট সাইজ ছবি।

আবেদনপত্র পাঠানোর ঠিকানা- আবেদনকারী প্রার্থীকে আবেদনপত্র পাঠাতে হবে Principal, MJN Medical College & Hospital, Vivekananda Street, Pilkhana, Cooch Behar, Pin- 736101.

আবেদন করার শেষ তারিখ- ১৮ ই জুন,২০২২। বিকেল ৪ টে পর্যন্ত আবেদনপত্র জমা করা যাবে।

Official Notice: Download
Official Website: Click Here

Post a Comment

0 Comments