ইলন মাস্ক জীবনী – Biography of Elon Musk in Bengali
আজ সাহিত্য-শিল্প থেকে কোনো ব্যক্তি নয়, আমরা দেখে নেবো প্রযুক্তিকে আকাশচুম্বী করে তোলার পেছনে যার হাত সেই ইলন মাস্ক-এর জীবনী। তিনি মহাকাশ গবেষণা সংস্থা SpaceX এর প্রধান নির্বাহী কর্মকর্তা (CEO)। বিল গেটস, মার্ক জুকারবার্গ, জেফ বেজোস সকলকে পেছনে ফেলে তিনি এখন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। শুধু SpaceX নয়, Tesla Motors এরও CEO এবং আরও অনেক কোম্পানির প্রতিষ্ঠাতা, সহ-প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। ইলন মাস্ক জীবনী – Biography of Elon Musk in Bengali ।
দক্ষিণ-আফ্রিকা জাত একজন আমেরিকান তিনি, আজ জেনে নেবো এই বিখ্যাত আমেরিকান উদ্যোক্তার (Enterprenior) জীবনী সম্পর্কে।
Biography of Elon Musk in Bengali, Elon Musk Jiboni, Elon Musker Jiboni
প্রাথমিক জীবন :
জন্ম : ইলন মাস্ক ১৯৭১ সালের ২৮শে জুন দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্মগ্রহণ করেন।
পিতা ও মাতা : তার বাবা এরোল মাস্ক, একজন দক্ষিণ আফ্রিকান ছিলেন। এবং মাতা মায়ে মাস্ক একজন কানাডিয়ান। তার পিতা একজন পাইলট, নাবিক ও ইঞ্জিনিয়ার ছিলেন এবং মাতা ছিলেন একজন মডেল ও ডায়েটিশিয়ান।
শিক্ষা :
- ছোট থেকেই বই পড়তে খুব ভালোবাসতেন তিনি।
- মাত্র ১০ বছর বয়সে Commodore VIC-20 নামক একটি কম্পিউটার ব্যবহার করা শুরু করেন এবং কম্পিউটারের প্রতি আগ্রহ জন্মায় তার।
- দ্রুত নিজের চেষ্টায় শিখে ফেলেন কম্পিউটার প্রোগ্রামিং।
- মাত্র ১২ বছর বয়সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে একটি ভিডিও গেম বানিয়ে ফেলেন তিনি; যেটির নাম ছিল Blaster । শুধু তাই নয়, গেমটি ৫০০ ডলারে বিক্রিও করেন তিনি।
- ৬ মাসের জন্য প্রিটোরিয়া বয়েস স্কুলে পড়াশোনা করেন তিনি। এরপর মায়ের কানাডিয়ান পাসপোর্টের সাহায্যে নিজের পাসপোর্ট বানিয়ে কানাডায় রওনা দেন তিনি, ফলে দক্ষিণ আফ্রিকার বাধ্যতামূলক সামরিক প্রশিক্ষণ থেকে মুক্তি পান তিনি।
- তিনি ১৯৮৯ সালে কানাডায় পৌঁছান এবং তার ভায়ের সাথে পশ্চিম কানাডার সাসকাচোয়ানে থাকতে শুরু করেন। সেখানে থাকাকালীন প্রায় ১ বছর একটি খামার ও একটি কাঠের মিলে কাজও করেছেন তিনি।
- অবশেষে ১৯৯০ সালে ভর্তি হন কিংস্টোনের কুইনস বিশ্ববিদ্যালয়ে।
- কানাডিয়ান পাসপোর্ট থাকার জন্য সহজেই আমেরিকান ভিসা পেয়ে যান তিনি; এবং অবশেষে আমেরিকার পেন্সিলভেনিয়া বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরিত হন। ১৯৯৭ সালে এই বিশ্ববিদ্যালয়ের হোয়ার্টন স্কুল থেকে পদার্থবিদ্যায় এবং অর্থনীতিতে স্নাতক ডিগ্রী অর্জন করেন তিনি।
- ১৯৯৫ সালে তিনি ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে ম্যাটেরিয়াল সাইন্স নিয়ে ডক্টর অফ ফিলোসফি (Ph.D.) পোগ্রামের জন্য ভর্তি হন।
কর্মজীবন :
- ভর্তি হওয়ার কদিনের মধ্যেই স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে Ph.D. ছেড়ে দেন ইলন মাস্ক। কিছু বিনিয়োগকারীদের সহযোগিতায় ১৯৯৫ সালে প্রতিষ্ঠা করেন ওয়েব সফটওয়্যার সংস্থা Zip 2 এর।
- যাই হোক শেষ অবধি ১৯৯৯ সালে Compaq Computers এর কাছে ৩০৭ মিলিয়ন ডলারে কোম্পানিটি বিক্রি করে দেন তিনি।
- ১৯৯৯ সালেই সহ-প্রতিষ্ঠাতা হোন X.com নামে ইমেইল এর মাধ্যমে পেমেন্টের এক কোম্পানির।
- প্রতিযোগীতা এড়ানোর জন্য X.com কোম্পানি Confinity এর সাথে যুক্ত হয়। এবং ইলন মাস্ক হয়ে ওঠেন PayPal এর CEO । প্রসঙ্গত PayPal ছিল Confinity বাঙ্কেরই একটি money transfer service।
SpaceX এর প্রতিষ্ঠা :
- সাফল্য লাভ পর তিনি এবার আগ্রহী হয়ে ওঠেন মঙ্গল গ্রহ (Mars) নিয়ে।
- মার্সে ছোট ছোট চেম্বারের মধ্যে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো, মার্সকে বসবাস যোগ্য করে তোলার জন্য তিনি উৎসুক হয়ে ওঠেন, সিদ্ধান্ত নেন এই ধরণের প্রজেক্ট শুরু করার।
- এই উদ্দেশ্য নিয়ে রাশিয়ায় অন্তঃমহাদেশীয় ব্যালাস্টিক মিসাইলের খোঁজ নিতে এসে বহুবার ব্যর্থ ও প্রতারিত হন।
- এজন্য অবশেষে তিনি স্থির করেন এমন এক সংস্থা বানানোর যা স্বল্প খরচে রকেট তৈরী করতে পারে।
- এই উদ্দেশ্য নিয়ে ২০০২ সালে প্রতিষ্ঠিত হয় SpaceX ।
- ৩টি ব্যর্থ লঞ্চ-এর পর অবশেষে ২০০৮ সালে SpaceX কোম্পানির প্রথম রকেট Falcon 1 কক্ষপথে পৌঁছাতে সক্ষম হয়।
- ২০১৫ সালে স্যাটেলাইট ইন্টারনেটের জন্য স্টার্লিংক এর পরিকল্পনা শুরু করে SpaceX, এখন (২০২২) এই পরিকল্পনা প্রায় অনেকটাই সফল এবং কাজ প্রায় শেষের দিকে।
Tesla Motors প্রতিষ্ঠা :
- টেসলা-এর আসল প্রতিষ্ঠাতা এবারহার্ড এবং মার্ক টার্পেনিং। (২০০৩)
- ২০০৪ সালে ইলন মাস্ক বিনিয়োগের মাধ্যমে টেসলা কোম্পানির চেয়ারম্যান হয়ে ওঠেন।
- কিছু কারণবসত ২ প্রতিষ্ঠাতাই টেসলা থেকে পদত্যাগ করেন এবং ইলন মাস্কই হয়ে ওঠেন Tesla কোম্পানির নেতৃস্থানীয় ব্যক্তি এবং Tesla কোম্পানির CEO ও MD।
- বর্তমানে তিনি কোনো মোটর কোম্পানির সর্বমেয়াদী CEO ।
- বিখ্যাত রোডস্টার গাড়িটি Tesla Motors এর।
ইলন মাস্কের অন্যান্য উদ্যোগ
- ইলন মাস্ক কেবল টাকার পেছনে দৌঁড়াননি, তিনি ভেবেছেন পরিবেশকে নিয়েও। তাই সৌরবিদ্যুৎ উৎপাদন বৃদ্ধির জন্য SolarCity কোম্পানির ধারণা দিয়েছিলেন তার ভাই লিন্ডন ও পিটার রিভকে। ২০১৪ সালে এই কোম্পানির উন্নতির জন্য অনেক কাজ করেন তিনি। অবশেষে তার কোম্পানি Tesla ২ বিলিয়ন ডলারের মূল্যে SolarCity কিনে নেয়।
- মানুষের মস্তিস্ক ও AI প্রযুক্তির মেল্-বন্ধনের জন্য ২০১৬ সালে সহ-প্রতিষ্ঠা করেন Neuralink কোম্পানির। Neuralink এর উদ্দেশ্য হল মানব মস্তিষ্কের সাথে মেশিনের মেল্ বন্ধন ঘটানো।
- ২০১৬ সালেই তিনি সুড়ঙ্গ (Tunnel) তৈরির জন্য The Boring Company প্রতিষ্ঠা করেন। লাস ভেগাস কনভেনশন সেন্টারের নীচে একটি টানেল ২০২১ সালে সম্পন্ন করেছে এই কোম্পানি।
- ইলন মাস্ক দ্রুত যাতায়াতের জন্য Hyperloop এর ধারণা দেন ও অনেক গুলি রুটও স্থাপন করেন।
- স্যাটেলাইট ইন্টারনেটের কোম্পানি Starlink প্রতিষ্ঠা করেন তিনি, যার মাধ্যমে যেকোনো স্থানে স্যাটেলাইটের সাহায্যে ইন্টারনেট ব্যবস্থা পৌঁছে দেওয়া যাবে।
- এছাড়াও আরো অনেক ধারণা, অনেক কোম্পানি স্থাপন করেছেন তিনি এবং অনবরত করে চলেছেন।
- ইলন মাস্ক ২০২২ সালে ৪৩ বিলিয়ন ডলারে মূল্যে সোশ্যাল মিডিয়া কোম্পানি Twitter কিনে নিয়েছেন।
ইলন মাস্ক- এর ব্যাক্তিগত জীবন :
- ইউনিভার্সিটিতে পড়ার সময় সাক্ষাৎ হয়েছিল কানাডিয়ান লেখিকা জাস্টিন উইলসনের সাথে।
- ২০০০ সালে ইলন মাস্ক বিয়ে করেন জাস্টিন উইলসনকে।
- ২০০২ সালে তাদের প্রথম ছেলে নেভাদা আলেকজান্ডার মাস্ক ১০ সপ্তাহ বয়সে SIDS রোগে মারা যায়।
- এর পর আরো ৫ সন্তান হয় তাদের।
- ২০০৮ সালে বিবাহ বিচ্ছেদ ঘটে ইলন মাস্ক ও জাস্টিন উইলসনের এবং ৫ সন্তানকে নিজেকে মধ্যে ভাগ করে নেন তারা।
- ২০১০ সালে তিনি আবার বিয়ে করেন ইংলিশ অভিনেত্রী তালুলাহ রিলেকে। ২০১২ সালে এই দ্বিতীয় স্ত্রীয়ের সাথে বিবাহ বিচ্ছেদের ঘোষণা করেন ইলন মাস্ক। কিন্তু আবার ২০১৩ সালে তাদের বিয়ে হয়।
- অবশেষে ২০১৬ সালে তালুলাহ রিলের সাথে ইলনের বিবাহ বিচ্ছেদ নিশ্চিত হয়।
- ২০১৮ সালে মাস্ক এবং কানাডিয়ান সঙ্গীতশিল্পী গ্রিমস সম্পর্কে আবদ্ধ হন।
- ২০১২ সালে তাদের একটি ছেলে হয়, যার নাম রাখা হয়েছিল আশ্চর্যজনক – X Æ A-12 ।
- ইংরেজি বর্ণমালায় Æ বর্ণটি না থাকায় বিভ্রান্তি সৃষ্টি হয় এবং নাম পরিবর্তন করে করা হয় – X AE A-XII ।
- ২০২০ সাল থেকে তিনি টেক্সাসের অস্টিনে বসবাস করছেন।