পদের নাম- অগ্নিবীর (SSR)
মোট শূন্যপদ- ২৮০০ টি।
শিক্ষাগত যোগ্যতা- যেকোনো স্বীকৃত বোর্ড থেকে বিজ্ঞান, অংক বা কম্পিউটার সাইন্স বিভাগে উচ্চমাধ্যমিক পাশ করা থাকতে হবে।
বয়স- আবেদনকারীর প্রার্থীকে ১০/১১/১৯৯৯ থেকে ৩০/০৪/২০০৫ তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকলে আবেদন করতে পারবেন।
বেতন- প্রথম বছর প্রতি মাসে ৩০,০০০/- হাজার টাকা। দ্বিতীয় বছর প্রতি মাসে ৩৩,০০০/- টাকা। তৃতীয় বছর প্রতি মাসে ৩৬,৫০০/- টাকা। চতুর্থ বছর প্রতি মাসে ৪০,০০০/- টাকা।
আবেদন পদ্ধতি- আবেদনকারী প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে প্রার্থীর বৈধ ইমেইল আইডি ও মোবাইল নাম্বার থাকতে হবে।
আবেদন শুরু ও শেষ- আবেদন শুরু ১৫ জুলাই থেকে এবং আবেদন চলবে ২২ জুলাই পর্যন্ত।
শারীরিক যোগ্যতা-
পুরুষদের ক্ষেত্রে- ৬ মিনিট ৩০ সেকেন্ডের মধ্যে ১৬০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। সঙ্গে Uthak Baithak- ২০ টি ও Push Ups- ১২ টি করতে হবে।
মহিলাদের ক্ষেত্রে- ৮ মিনিটের মধ্যে ১৬০০ মিটার দৌড় সম্পূর্ণ করতে হবে। সঙ্গে Uthak Baithak- ১৫ টি ও Bent Knee Sit-Ups -১০ টি করতে হবে।
অন্যান্য যোগ্যতা- ছেলে মেয়ে উপায় প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা, ওজন এবং বুকের ছাতি ইন্ডিয়ান নেভি নিয়োগের একই পদ্ধতি অনুযায়ী যাচাই করা হবে।
নিয়োগ পদ্ধতি- আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ফিজিক্যাল টেস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।