Ads Area

16th January 2023 Current Affairs in Bengali || ১৬ই জানুয়ারি ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

1.National Startup Day পালন করা হয় কবে?
ⓐ ১৬ই জানুয়ারি
ⓑ ১৭ই জানুয়ারি
ⓒ ১৮ই জানুয়ারি
ⓓ ১৯শে জানুয়ারি

2.কোথায় School of Logistics, Waterways, and Communication উদ্বোধন করলেন সর্বানন্দ সনোয়াল?
ⓐ আগরতলা
ⓑ কলকাতা
ⓒ নিউ দিল্লি
ⓓ বেঙ্গালুরু

3.শিক্ষার্থীদের জন্য ভার্চুয়াল বুক ফেয়ার আয়োজন করলো কোন সরকার?
ⓐ পশ্চিমবঙ্গ
ⓑ জম্মু-কাশ্মীর
ⓒ দিল্লি
ⓓ মহারাষ্ট্র

4.অবসরের বয়স সীমা ৬২ থেকে বাড়িয়ে ৬৪ বছর করতে চলেছে কোন দেশের সরকার?
ⓐ ব্রিটেন
ⓑ আমেরিকা
ⓒ স্পেন
ⓓ ফ্রান্স

5.Miss Universe 2022 শিরোপা জিতলেন কোন দেশের মডেল R’Bonney Gabriel?
ⓐ মেক্সিকো
ⓑ সুইডেন
ⓒ জার্মানি
ⓓ আমেরিকা

6.ভারতের প্রথম সংবিধান সাক্ষর জেলা হলো কোন রাজ্যের কোল্লাম জেলা?
ⓐ তামিলনাড়ু
ⓑ কেরালা
ⓒ কর্ণাটক
ⓓ তেলেঙ্গানা

7."বীরবল" শিরোনামে উপন্যাসের জন্য বাংলা বিভাগে সাহিত্য একাডেমি পুরস্কার ২০২২ পেলেন কে?
ⓐ ব্রাত্য বসু
ⓑ তপন বন্দ্যোপাধ্যায়
ⓒ মমতা ব্যানার্জি
ⓓ সম্রাট গুহ

8.ভারতের প্রথম 5G-enabled Drone তৈরি করলো কোন কোম্পানি?
ⓐ HCL
ⓑ Reliance
ⓒ IG Drones
ⓓ কেউই নয়

9.“Soul of Steel” নামে চ্যালেঞ্জ কম্পিটিশন লঞ্চ করা হবে কোথায়?
ⓐ উত্তরাখণ্ড
ⓑ লাদাখ
ⓒ হিমাচলপ্রদেশ
ⓓ অরুণাচল প্রদেশ

10.মহিলাদের সুরক্ষার জন্য Vehicle Location Control Centre এবং মোবাইল অ্যাপ লঞ্চ করলেন কে?
ⓐ অমিত শাহ
ⓑ নরেন্দ্র মোদী
ⓒ ফিরহাদ হাকিম
ⓓ মমতা ব্যানার্জি

Post a Comment

0 Comments