Ads Area

17th January 2023 Current Affairs in Bengali || ১৭ই জানুয়ারী ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

1.ভারতের চতুর্থ রাজ্য হিসাবে Old Pension Scheme পুনরায় চালু করলো কে?
ⓐ মহারাষ্ট্র
ⓑ পশ্চিমবঙ্গ
ⓒ হিমাচল প্রদেশ
ⓓ কেরালা

2.Organisation for Economic Co-operation and Development (OECD)-এর নতুন চিফ ইকোনমিস্ট পদে নিযুক্ত হলেন কোন দেশের Clare Lombardelli?
ⓐ যুক্তরাজ্য
ⓑ ইউক্রেন
ⓒ আমেরিকা
ⓓ চীন

3.জাল্লিকাট্টু নামক ষাঁড় দৌড় খেলা শুরু হলো কোন রাজ্যে?
ⓐ কর্ণাটক
ⓑ তামিলনাড়ু
ⓒ কেরালা
ⓓ তেলেঙ্গানা

4.ওষুধ সরবরাহের জন্য "আরোগ্য মৈত্রী" প্রোজেক্ট লঞ্চ করলেন কে?
ⓐ নির্মলা সিথারামন
ⓑ অমিত শাহ
ⓒ দ্রৌপদী মুর্মু
ⓓ নরেন্দ্র মোদী

5.কোন দেশকে Pentavalent vaccine দান করার ঘোষণা করলো ভারত?
ⓐ বাংলাদেশ
ⓑ কিউবা
ⓒ নেপাল
ⓓ শ্রীলঙ্কা

6.ওয়ানডে আন্তর্জাতিক ক্রিকেটে পঞ্চম সর্বোচ্চ রান স্কোরার হলেন কে?
ⓐ বিরাট কোহলি
ⓑ রোহিত শর্মা
ⓒ জাসপ্রিত বুমরা
ⓓ মহেলা জয়াবর্ধনে

7.2023 World Economic Forum Summit অনুষ্ঠিত হবে কোথায়?
ⓐ ইংল্যান্ড
ⓑ নিউজিল্যান্ড
ⓒ ফিনল্যান্ড
ⓓ সুইজারল্যান্ড

8.ভারতের প্রথম রাজ্য হিসাবে Blindness Control Policy-র বাস্তবায়ন করছে কে?
ⓐ গোয়া
ⓑ পাঞ্জাব
ⓒ রাজস্থান
ⓓ হরিয়ানা

9.সম্প্রতি ভেজাল বন্ধ করতে প্রথমবার কোন পণ্যের মান নির্ধারণ করলো Food Safety and Standards Authority of India (FSSAI)?
ⓐ বাসমতি চাল
ⓑ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো
ⓒ জাফরান
ⓓ কোনোটিই নয়

10.সমুদ্রযান মিশনের আওতায় ৩ জন ব্যক্তিকে সমুদ্রের ৬০০০ মিটার নীচে পাঠাবে কোন দেশ?
ⓐ অস্ট্রেলিয়া
ⓑ ভারত
ⓒ বাংলাদেশ
ⓓ ইন্দোনেশিয়া

Post a Comment

0 Comments