Ads Area

জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর


📃 জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তর : সমস্ত চাকরির পরিক্ষার প্রস্তুতির জন্য খুবই উপযোগী  (🎯WBP Mains 🎯WBCS mains 🎯KP 🎯RAIL🎯 BANK 🎯  SSC GROUP C & Group D 🎯 PSC 🎯 ntpc  🎯  Group D ,আরও বিভিন্ন রকম চাকরির  পরীক্ষার প্রস্তুতির জন্য ভীষণভাবে উপযোগী)👇👇


০১)তড়িৎপ্রবাহ কতপ্রকার ও কি কি?

উত্তর:তড়িৎপ্রবাহ প্রধানত দুই প্রকার। যথা-

i)সম প্রবাহ (DC) এবং 

ii)পরিবর্তী প্রবাহ(AC)।


০২)তড়িতের সুপরিবাহী পদার্থ কাকে বলে?

উত্তর:যেসব পদার্থের মধ্য দিয়ে সহজেই তড়িৎ প্রবাহিত হতে পারে তাদের তড়িতের সুপরিবাহী পদার্থ বলে।

যেমন -রূপা, তামা, গ্রাফাইট ইত্যাদি।


০৩)তড়িতের কুপরিবাহী পদার্থ কাকে বলে?

উত্তর :যেসব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হতে পারে না তাদের তড়িতের কুপরিবাহী পদার্থ বলে।

যেমন - কাঠ,কাচ,কাগজ ইত্যাদি।


০৪)তড়িৎ পরিবাহী কত প্রকার ও কি কি?

উত্তর :তড়িৎ পরিবাহী প্রধানত তিন প্রকার। যথা-

i)ধাতব পরিবাহী।

ii)অধাতব অপরিবাহী এবং 

iii)তড়িৎ বিশ্লেষ্য পদার্থ।


০৫)ধাতব পরিবাহী(Metallic conductor) কাকে বলে?

উত্তর:যেসব ধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় এবং তড়িৎ প্রবাহের ফলে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না তাদের ধাতব পরিবাহী বলে।

যেমন-সোনা, রূপা, তামা ইত্যাদি।


০৬)অধাতব পরিবাহী(Non metallic conductor) কাকে বলে?

উত্তর:যেসব অধাতব পদার্থের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হয় এবং তড়িৎ প্রবাহের ফলে কোনো রাসায়নিক পরিবর্তন হয় না তাদের অধাতব পরিবাহী বলে।

যেমন-গ্রাফাইট এবং গ্যাস কার্বন।


০৭)তড়িৎ বিশ্লেষ্য(Electrolytes) পদার্থ কাকে বলে?

উত্তর:যেসব পদার্থ গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করে এবং তড়িৎ পরিবহনের ফলে বিয়োজিত হয়ে নতুন পদার্থ উৎপন্ন করে, সেইসব পদার্থকে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে।

যেমন-সোডিয়াম ক্লোরাইডের[NaCl] জলীয় দ্রবণ, কস্টিক পটাশের[KOH] জলীয় দ্রবণ, লঘু সালফিউরিক অ্যাসিড[H₂SO₄]  ইত্যাদি।


০৮) তীব্র তড়িৎ বিশ্লেষ্য(( Strong electrolytes) পদার্থ কাকে বলে?

উত্তর:যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ লঘু জলীয় দ্রবণে বেশি মাত্রায় বিয়োজিত হয়ে বেশিসংখ্যক আয়ন উৎপন্ন করে তাদের তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে।

যেমন-সোডিয়াম ক্লোরাইডের[NaCl] জলীয় দ্রবণ,কস্টিক সোডার[NaOH] জলীয় দ্রবণ, কপার সালফেটের[CuSO₄] জলীয় দ্রবণ ইত্যাদি।


০৯)মৃদু তড়িৎ বিশ্লেষ্য(Weak electrolytes) পদার্থ কাকে বলে?

উত্তর:যেসব তড়িৎ বিশ্লেষ্য পদার্থ  জলীয় দ্রবণে কম মাত্রায় বিয়োজিত হয়ে অল্প সংখ্যক আয়ন উৎপন্ন করে তাদের মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ বলে।

যেমন-অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড[NH₄OH], ফরমিক অ্যাসিড[HCOOH], অ্যাসিটিক অ্যাসিড[CH₃COOH],কার্বনিক অ্যাসিড[H₂CO₃] ইত্যাদি।


১০)জলীয় দ্রবণে তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ পরিবাহিতা --------।

উত্তর:অনেক বেশি।


১১)আয়নীয় যৌগের গাঢ় জলীয় দ্রবণ অপেক্ষা লঘু জলীয় দ্রবণ বেশি --------।

উত্তর:তীব্র তড়িৎ বিশ্লেষ্য।


১২) তড়িৎ অবিশ্লেষ্য(Non-eletrolytes) পদার্থ কাকে বলে?

উত্তর:যেসব পদার্থ গলিত অবস্থায় বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে না সেইসব পদার্থকে তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ বলে।

যেমন-চিনির জলীয় দ্রবণ, পেট্রোল, বেঞ্জিন, অ্যালকোহল ইত্যাদি।


১৩)সমযোজী যৌগ গুলি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কেন?

উত্তর:সমযোজী যৌগ গুলি গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে বিয়োজিত হয়ে কোনো আয়ন উৎপন্ন করে না তাই এরা তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ।


১৪)ধাতব পরিবাহীতে তড়িৎ পরিবহন করে -------।

উত্তর: মুক্ত ইলেকট্রন গুলি।


১৫)তড়িৎবিশ্লেষ্য পদার্থে তড়িৎ পরিবহন করে -------।

উত্তর:উৎপন্ন আয়ন গুলি।


১৬)আয়ন(Ion) কাকে বলে?

উত্তর:তড়িৎগ্রস্ত পরমাণু বা পরমাণু জোটকে আয়ন বলে।



১৭)আয়ন কত প্রকার ও কি কি?

উত্তর:আয়ন দুই প্রকার। 

যথা-ধনাত্মক আয়ন বা ক্যাটায়ন এবং ঋনাত্মক আয়ন বা অ্যানায়ন। 


১৮)আয়নীভবন(Ionisation) কাকে বলে?

উত্তর:গলিত বা জলে দ্রবীভূত অবস্থায় তড়িৎবিশ্লেষ্য পদার্থের অণুগুলো বিয়োজিত হয়ে ক্যাটায়ন এবং অ্যানায়নে পরিণত হয়। এই ঘটনাকে আয়নীভবন বলে।


১৯)তড়িৎ বিশ্লেষণ(Electrolysis) কাকে বলে?

উত্তর:যে পদ্ধতিতে গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থের মধ্য দিয়ে তড়িৎ চালনা করে তড়িৎ বিশ্লেষ্য পদার্থের তড়িৎ বিয়োজন ঘটিয়ে নতুন পদার্থ উৎপন্ন করা হয়, সেই পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে।


২০)ভোল্টামিটার কাকে বলে?

উত্তর: যে পাত্রে গলিত বা জলে দ্রবীভূত তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রেখে পদার্থটির তড়িৎ বিশ্লেষণ করা হয় তাকে ভোল্টামিটার বলে।


২১)তড়িৎদ্বার(Electrode) কাকে বলে?

উত্তর:ভোল্টমিটারে তড়িৎবিশ্লেষ্য পদার্থের মধ্যে দুটি তড়িৎ সুপরিবাহী ধাতুব পাত বা দন্ড আংশিক ডুবিয়ে রেখে তাদের মধ্য দিয়ে তড়িৎ চালনা করা হয়, এই পাত বা দন্ড দুটিকে তড়িৎদ্বার বলে।


২২)তড়িৎদ্বার কত প্রকার ও কি কি?

উত্তর:তড়িৎদ্বার দুই প্রকার। যথা- ক্যাথোড এবং অ্যানোড।


২৩)তড়িৎদ্বার তৈরিতে কোন কোন ধাতু ব্যবহার করা হয়?

উত্তর:তড়িৎদ্বার তৈরিতে সাধারণত প্লাটিনাম, নিকেল, আয়রন, কপার,দস্তা ইত্যাদি ব্যবহার করা হয়।

২৪)অধাতব তড়িৎদ্বার তৈরিতে কি ব্যবহার করা হয়?

উত্তর:অধাতব তড়িৎদ্বার তৈরিতে গ্রাফাইট ব্যবহার করা হয়।


২৫)অ্যানোড(Anode) কাকে বলে?

উত্তর:যে তড়িৎদ্বারটি ব্যাটারির পজেটিভ বা ধনাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে অ্যানোড বা ধনাত্মক তড়িৎদ্বার বলে।


২৬)ক্যাথোড(Cathode) কাকে বলে?

উত্তর:যে তড়িৎদ্বারটি ব্যাটারির নেগেটিভ বা ঋণাত্মক মেরুর সঙ্গে যুক্ত থাকে তাকে ক্যাথোড বা ঋনাত্মক তড়িৎদ্বার বলে।


২৭)যে তড়িৎদ্বার অ্যানায়ন থেকে ইলেকট্রন গ্রহণ করে তাকে ------ বলে।

উত্তর:অ্যানোড বলে। 


২৮)যে তড়িৎদ্বার ক্যাটায়নকে ইলেকট্রন দান করেন তাকে ------ বলে

উত্তর:ক্যাথোড বলে


২৯)প্রকৃতপক্ষে তড়িৎ বিশ্লেষণ একটি --------- বিক্রিয়া

উত্তর: জারণ-বিজারণ বিক্রিয়া


৩০)তড়িৎ বিশ্লেষণের সময় ------ ব্যবহার করা হয়।

উত্তর:সমপ্রবাহ(DC) ব্যবহার করা হয়


৩১)তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

উত্তর:তড়িৎশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়।


৩২)তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডে ------ বিক্রিয়া ঘটে।

উত্তর: বিজারণ


৩৩)তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে ------ ঘটে।

উত্তর: জারণ।


৩৪)পরিবর্তী প্রবাহ(AC) ব্যবহার করলে ------ ঘটে না।

উত্তর: তড়িৎ বিশ্লেষণ।


৩৫)তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাটায়ন গুলি কোন দিকে গমন করে?

উত্তর:ক্যাথোডের দিকে।


৩৬)তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানায়ন গুলি কোন দিকে গমন করে?

উত্তর:অ্যানোডের দিকে।


৩৭)বিশুদ্ধ জল তড়িতের --------।

উত্তর: কুপরিবাহী।


৩৮)পারদ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?

উত্তর: না। পারদ একটি তরল ধাতু।


৩৯)বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণের সময় জলের সঙ্গে সামান্য পরিমাণ ------ বা ------ যোগ করা হয়।

উত্তর: অ্যাসিড বা ক্ষার।


৪০)জলের তড়িৎ বিশ্লেষণের সময় কোন ধাতুর তড়িৎদ্বার ব্যবহার করা হয়?

উত্তর:প্ল্যাটিনাম(Pt) ধাতুর।


৪১)জলের তড়িৎ বিশ্লেষণের ফলে ক্যাথোড এবং অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয়


উত্তর:ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।


৪২)জলের তড়িৎ বিশ্লেষণের ফলে উৎপন্ন হাইড্রোজেন এবং অক্সিজেন গ্যাসের আয়তনের অনুপাত কত?

উত্তর: ২:১


৪৩)কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করলে কি ঘটবে?

উত্তর:অ্যানোড ক্ষয়প্রাপ্ত হবে এবং ক্যাথোডের ওপর ধাতব কপার জমতে থাকবে।


৪৪)সক্রিয় তড়িৎদ্বার কাকে বলে?

উত্তর: তড়িৎ বিশ্লেষণের সময় যে তড়িৎদ্বার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে সক্রিয় তড়িৎদ্বার বলে।

যেমন-কপার তড়িৎদ্বার ব্যবহার করে কপার সালফেটের[CuSO₄] জলীয় দ্রবণের তড়িৎ বিশ্লেষণ করার সময় কপার তড়িৎদ্বার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে।


৪৫)নিষ্ক্রিয় তড়িৎদ্বার কাকে বলে?

উত্তর:তড়িৎ বিশ্লেষণের সময় যে তড়িৎদ্বার রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না তাকে নিষ্ক্রিয় তড়িৎদ্বার বলে।

যেমন-জলের তড়িৎ বিশ্লেষণের সময় প্লাটিনাম তড়িদ্বার কোনোরকম রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে না।


৪৬)ধাতু নিষ্কাশন কাকে বলে?

উত্তর: কোনো ধাতুর যৌগ থেকে সংশ্লিষ্ট ধাতুকে পৃথক করার পদ্ধতিকে ধাতু নিষ্কাশন বলে।


৪৭)তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশন করা যায় এমন কয়েকটি ধাতুর নাম লেখ?

উত্তর:Na,K,Al,Ca ইত্যাদি।


৪৮)বক্সাইট থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করার সময় ক্যাথোডে এবং অ্যানোডে কি উৎপন্ন হয়?

উত্তর:ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু গলিত অবস্থায় জমা হয় এবং অ্যানোডে অক্সিজেন গ্যাস উৎপন্ন হয়।


৪৯)কোনটি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ?

- NaCl / চিনি / HCl / NaOH 

উত্তর: চিনি।


৫০)একটি মৃদু অ্যাসিড ও একটি মৃদু ক্ষারের নাম লেখ?

উত্তর:মৃদু অ্যাসিড হল অ্যাসিটিক অ্যাসিড[CH₃COOH] এবং মৃদু ক্ষার হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড[NH₄OH]।


৫১)তড়িৎলেপন(Electroplating) কাকে বলে?

উত্তর:তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অপেক্ষাকৃত বেশি সক্রিয় ধাতু বা ধাতু সংকরের(লোহা,তামা,পিতল ইত্যাদি) তৈরি বস্তুর ওপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতুর(সোনা,রুপা,নিকেল ইত্যাদি) প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বলে।


৫২)তড়িৎলেপনের উদ্দেশ্য কি?

উত্তর: তড়িৎ লেপন এর উদ্দেশ্য গুলি হল -

i)অধিক সক্রিয় ধাতুর তৈরি বস্তুকে জলবায়ুর প্রভাব থেকে রক্ষা করা।

ii)বস্তুগুলির স্থায়িত্ব ও সৌন্দর্যের মান বৃদ্ধি করা।

iii)বস্তুগুলির অর্থনৈতিক গুরুত্ব বৃদ্ধি করা।


৫৩)তড়িৎলেপনের সময় কোন বস্তুকে অ্যানোড রূপে ব্যবহার করবে?

উত্তর:তড়িৎলেপনের সময় যে বস্তুর প্রলেপ দিতে হবে তাকে অ্যানোড রূপে ব্যবহার করতে হবে।


৫৪)তড়িৎলেপনের সময় কোন বস্তুকে ক্যাথোড রূপে ব্যবহার করবে?

উত্তর:যে বস্তুর উপর প্রলেপ দিতে হবে সেই বস্তুকে ক্যাথোড রূপে ব্যবহার করতে হবে।


৫৫)তড়িৎলেপনের সময় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কি ব্যবহার করবে?

উত্তর:যে ধাতুর প্রলেপ দিতে হবে সেই ধাতুর একটি দ্রাব্য লবণের দ্রবণ তড়িৎবিশ্লেষ্য রূপে ব্যবহার করতে হবে।


৫৬)পিতলের উপর সোনার প্রলেপ দিতে হলে কাকে ক্যাথোড, কাকে অ্যানোড এবং তড়িৎবিশ্লেষ্য পদার্থ রূপে কি ব্যবহার করবে?

উত্তর:ক্যাথোড-পিতল।

অ্যানোড-সোনা। 

তড়িৎবিশ্লেষ্য পদার্থ-পটাশিয়াম অরোসায়ানাইড{K[Au(CN)₂}।


৫৭)লোহার বস্তুর উপর রূপোর প্রলেপ দিতে হলে কাকে ক্যাথোড, কাকে অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কি ব্যবহার করবে?

উত্তর:ক্যাথোড - লোহা।

অ্যানোড-রুপো।

তড়িৎবিশ্লেষ্য পদার্থ-পটাশিয়াম আর্জেন্টোসায়ানাইড(K[Aɡ(CN)₂]।


৫৮)পিতলের উপর নিকেলের প্রলেপ  দিতে হলে কাকে ক্যাথোড, কাকে অ্যানোড এবং তড়িৎবিশ্লেষ্য পদার্থ রূপে কি ব্যবহার করবে?

উত্তর:ক্যাথোড- পিতল।

অ্যানোড- নিকেল।

তড়িৎবিশ্লেষ্য পদার্থ - অ্যামোনিয়াম সালফেট[(NH₄)₂SO₄] ও নিকেল সালফেটের[NiSO₄] জলীয় দ্রবণ।


৫৯)টিনের উপর দস্তার প্রলেপ দিতে হলে কোনটি ক্যাথোড, কোনটি অ্যানোড এবং তড়িৎবিশ্লেষ্য পদার্থ রূপে কি ব্যবহার করবে?

উত্তর:ক্যাথোড-টিন(Sn) 

অ্যানোড-দস্তা(Zn)।

তড়িৎ বিশ্লেষ্য পদার্থ-অ্যাসিড মিশ্রিত জিংক ক্লোরাইড[ZnCl₂] বা জিংক সালফেটের[ZnSO₄] জলীয় দ্রবণ।


৬০)লোহার উপর ক্রোমিয়ামের প্রলেপ দিতে হলে কোনটি ক্যাথোড, কোনটি অ্যানোড এবং তড়িৎ বিশ্লেষ্য পদার্থ রূপে কি ব্যবহার করবে?

উত্তর:ক্যাথোড-লোহা(Fe)।

অ্যানোড-ক্রোমিয়াম(Cr)। 

তড়িৎ বিশ্লেষ্য পদার্থ- ক্রোমিক অ্যাসিড(H₂CrO₄) মিশ্রিত ক্রমিক সালফেটের[Cr₂(SO₄)₃] জলীয় দ্রবণ।


৬১)পারদ এবং অ্যাসিড মিশ্রিত জলের মধ্যে কোনটি ধাতু এবং কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ?

উত্তর:ধাতু-পারদ(Hɡ)।

তড়িৎবিশ্লেষ্য পদার্থ- অ্যাসিড মিশ্রিত জল।


৬২)চিনির জলীয় দ্রবণ তড়িৎ পরিবহন করতে পারে না কেন?

উত্তর:চিনি তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। এটি জলীয় দ্রবণে বা গলিত অবস্থায় কোনোভাবেই বিয়োজিত হয় না। ফলে তড়িৎ পরিবহন করতে পারে না।


৬৩)তড়িৎ বিয়োজনের ফলে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা কি সমান হয়?

উত্তর:তড়িৎ বিয়োজনের ফলে উৎপন্ন ক্যাটায়ন ও অ্যানায়নের সংখ্যা সমান হতে পারে, আবার নাও হতে পারে। কিন্তু ক্যাটায়ন ও অ্যানায়নের মোট চার্জ সমান ও বিপরীত ধর্মী হবে।


৬৪)ধাতুর উজ্জ্বলতা বৃদ্ধি করতে-----করা হয়।

উত্তর:তড়িৎ লেপন।


৬৫) অ্যানোড মাড থেকে-------- পাওয়া যায়।

উত্তর:মূল্যবান ধাতু।


৬৬)আয়নীভবন পরীক্ষার জন্য কোন বিজ্ঞানী নোবেল পুরস্কার পান?

উত্তর:সুইডিশ বিজ্ঞানী আরহেনিয়াস।


৬৭)কপার পরিশোধনের সময় অ্যানোডে ভর-------।

উত্তর: হ্রাস পায়।


৬৮)তড়িৎ পরিবহনের ফলে ধাতু গুলির কোনো-------ঘটে না।

উত্তর:রাসায়নিক পরিবর্তন।


৬৯)সবচেয়ে ভালো তড়িৎ পরিবাহী হলো রুপা-সত্য।

৭০)একটি অধাতব তড়িৎ পরিবাহী হল গ্রাফাইট-সত্য।


৭১)তড়িৎবিশ্লেষ্য পদার্থে যথেষ্ট সংখ্যক ইলেকট্রন থাকে-মিথ্যা। 


৭২)ধাতু নিষ্কাশনের সময় ধাতু ক্যাথোডে মুক্ত হয়-সত্য।


৭৩)তড়িৎলেপন করলে ধাতুর স্থায়িত্ব বৃদ্ধি পায়-সত্য। 


৭৪)মৌলিক পদার্থ কি তড়িৎবিশ্লেষ্য হতে পারে?

উত্তর:কোনো মৌলিক পদার্থ তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে পারে না।


৭৫)কঠিন পদার্থ কি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হতে পারে?

উত্তর:কোনো পদার্থই কঠিন অবস্থায় তড়িৎবিশ্লেষ্য পদার্থ হতে পারে না। গলিত অবস্থায় বা জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষ্য রূপে ব্যবহৃত হয়।


৭৬)অ্যানোড মাডে উপস্থিত দুটি মূল্যবান ধাতুর নাম লেখ?

উত্তর:সোনা(Au) এবং রুপা(Aɡ)।


৭৭)গ্যালভানাইজেশন পদ্ধতিতে লোহার উপর কোন ধাতুর প্রলেপ দেওয়া হয়?

উত্তর:দস্তার(Zn)প্রলেপ দেওয়া হয়।


৭৮)একটি জৈব তড়িৎবিশ্লেষ্য পদার্থের নাম লেখ।

উত্তর:অ্যাসিটিক অ্যাসিড(CH₃COOH)।


৭৯)তড়িৎ বিশ্লেষণের সময় তড়িৎ প্রবাহ কোন দিক থেকে কোন দিকে হয়?

উত্তর:ক্যাথোড থেকে অ্যানোডের দিকে।


৮০)গলিত সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে কি উৎপন্ন হবে? 

উত্তর:সোডিয়াম(Na) ধাতু।


৮১)বিশুদ্ধ জলের তড়িৎ বিশ্লেষণের জন্য কোন অ্যাসিড মেশানো হয়?

উত্তর:লঘু সালফিউরিক অ্যাসিড(H₂SO₄)।


৮২)জলের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে ১২ লিটার গ্যাস উৎপন্ন হলো। অ্যানোডে উৎপন্ন গ্যাসের আয়তন কত হবে?

উত্তর:৬ লিটার।


৮৩)তড়িৎ বিশ্লেষণে ব্যবহৃত পাত্র ----।

উত্তর:ভোল্টামিটার।


৮৪)কপার পরিশোধনের সময় ক্যাথোডের ভর বৃদ্ধিপায়-সত্য।


৮৫)তামার চামচের উপর রূপোর তড়িৎলেপন করতে ক্যাথোড হিসেবে কি ব্যবহার করা হয়?

উত্তর:তামার(Cu) চামচ।


৮৬)স্টিলের চামচের উপর রূপোর প্রলেপ দিতে হলে তড়িৎবিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে?

উত্তর:পটাশিয়াম আর্জেন্টো সায়ানাইড(K[Aɡ(CN)₂])।


৮৭)লোহার উপর নিকেলের প্রলেপ দিতে হলে তড়িৎবিশ্লেষ্য রূপে কি ব্যবহার করবে?

উত্তর:নিকেল সালফেটের(NiSO₄) জলীয় দ্রবণ।


৮৮)হাইড্রোক্লোরিক অ্যাসিড(HCl) একটি------পদার্থ।

উত্তর:তীব্র তড়িৎবিশ্লেষ্য পদার্থ।


৮৯)পিতলের চামচের উপর সিলভারের তড়িৎলেপন করতে হলে অ্যানোড হিসেবে কি ব্যবহার করবে?

উত্তর:বিশুদ্ধ সিলভার(Aɡ)।


৯০)কেরোসিন একটি------পদার্থ।

উত্তর:তড়িৎ-অবিশ্লেষ্য পদার্থ।


Post a Comment

0 Comments