Ads Area

11th January 2023 Current Affairs in Bengali || ১১ই জানুয়ারী ২০২৩ কারেন্ট অ্যাফেয়ার্স

11th January Current Affairs in Bengali 

1.জাতীয় মানব পাচার সচেতনতা দিবস পালন করা হয় কবে?
ⓐ ১১ই জানুয়ারি
ⓑ ১২ই জানুয়ারি
ⓒ ১৩ই জানুয়ারি
ⓓ ১৪ই জানুয়ারি

2.কোন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর পদ থেকে পদত্যাগ করলেন আর.এস. সোধি?
ⓐ Amul
ⓑ Dabur
ⓒ Patanjali
ⓓ Nestle

3.আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণাকারী Dwaine Pretorius কোন দেশের নাগরিক?
ⓐ ইংল্যান্ড
ⓑ আয়ারল্যান্ড
ⓒ অস্ট্রেলিয়া
ⓓ সাউথ আফ্রিকা

4.সম্প্রতি অবসর ঘোষণাকারী Gareth Bale কোন খেলার সঙ্গে যুক্ত?
ⓐ ক্রিকেট
ⓑ টেনিস
ⓒ ফুটবল
ⓓ হকি

5.“Roller Coaster: An Affair with Banking” শিরোনামে বই লিখলেন কে?
ⓐ অমিতাভ চৌধুরী
ⓑ তমাল বন্দ্যোপাধ্যায়
ⓒ অজয় রায়
ⓓ কৃষ্ণা স্বামী

6.কোন মহাকাশ গবেষণা সংস্থার চিফ টেকনোলজিস্ট পদে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত এ.সি. চরণীয়া?
ⓐ ISRO
ⓑ JAXA
ⓒ NASA
ⓓ ESA

7.Adelaide International men’s singles title জিতলেন কোন দেশের টেনিস তারকা Novak Djokovic?
ⓐ সার্বিয়া
ⓑ নরওয়ে
ⓒ জাপান
ⓓ চীন

8.কোন দেশের সাথে যৌথভাবে Young Professionals Scheme লঞ্চ করলো ভারত?
ⓐ আমেরিকা
ⓑ যুক্তরাজ্য
ⓒ বাংলাদেশ
ⓓ নেপাল

9.BCCI-এর সিলেকশন কমিটির চেয়ারম্যান পদে পুনরায় নিযুক্ত হলেন কে?
ⓐ রজার বিনি
ⓑ সৌরভ গাঙ্গুলি
ⓒ রবি শাস্ত্রী
ⓓ চেতন শর্মা

10.আন্তর্জাতিক T20 ক্রিকেট দ্রুততম ১৫০০ রান সম্পূর্ণকারী ক্রিকেটার কে?
ⓐ বিরাট কোহলি
ⓑ সূর্য্য কুমার যাদব
ⓒ রোহিত শর্মা
ⓓ কেউই নন

Post a Comment

0 Comments