ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে মাধ্যমিক পাশে গ্রামীণ ডাক সেবক পদে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ভারতবর্ষের বিভিন্ন রাজ্য জুড়ে ৪০,৮৮৯ টি শুন্যপদে গ্রামীণ ডাক সেবক নিয়োগ করা হবে এবং পশ্চিমবঙ্গের জন্য ২১২৭টি শুন্যপদ রয়েছে।
পদের নাম : গ্রামীণ ডাক সেবক।
শুন্যপদ : মোট শুন্যপদ ৪০,৮৮৯টি (তার মধ্যে ২১২৭টি পশ্চিমবঙ্গে)।
বয়সসীমা : ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।
মাসিক বেতন :
BPM ক্যাটাগরি : ১২,০০০/- টাকা থেকে ২৯,৩৮০/- টাকা পর্যন্ত।
ABPM/Dak Sevak ক্যাটাগরি : ১০,০০০/- টাকা থেকে ২৪,৪৭০/- টাকা পর্যন্ত।
শিক্ষাগত যোগ্যতা : যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করতে হবে এবং কম্পিউটারের নলেজ থাকতে হবে।
আবেদন পদ্ধতি : ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অথবা www.indiapostgdsonline.gov.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।
আবেদন মূল্য : ১০০/- টাকা, তবে SC / ST / PWD প্রার্থীদের কোনো রকম টাকা লাগবে না।
নিয়োগ পদ্ধতি : মাধ্যমিকের নাম্বারের ভিত্তিতে নিয়োগ করা হবে।
গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু : ২৭শে জানুয়ারি ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ : ১৬ই ফেব্রুয়ারি ২০২৩
এই নিয়োগ বিষয়ে বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।
গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন : ডাউনলোড
আবেদন করুন : ক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেল : যুক্ত হন
***