Ads Area

মাধ্যমিক পাশে ১১,৪০৯টি শূন্যপদে MTS & Havaldar নিয়োগের বিজ্ঞপ্তি | SSC MTS and Havalder Recruitment Notification 2023



মাধ্যমিক পাশে MTS & Havaldar নিয়োগ

সুপ্রিয় বন্ধুগণ,
কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশনের (SSC) তরফে SSC MTS and Havalder Recruitment 2023 ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। মাধ্যমিক পাশে সবমিলিয়ে মোট 11409টি শূন্যপদে মাল্টি টাস্কিং স্টাফ এবং হাবিলদার পদে নিয়োগ করানো হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের যেকোনো জেলার প্রার্থীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।

এই পদে নিয়োগ সংক্রান্ত যাবতীয় তথ্য যেমন- শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, আবেদন শুরু ও শেষের তারিখ, মোট শূন্যপদ, বয়সসীমা, আবেদন পদ্ধতি, আবেদন মূল্য ইত্যাদি সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে নীচের প্রতিবেদনটি সম্পূর্ণ পড়ুন।

পদের নামMulti-Tasking (Non Technical) Staff (মাল্টি টাস্কিং স্টাফ)
মোট শূন্যপদ১০,৮৮০ টি
শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা ➟ প্রার্থীর বয়স জন্ম তারিখ ০২/০১/১৯৯৮ থেকে ০১/০১/২০০৫ তারিখের মধ্যে ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

পদের নামHavaldar (হাবিলদার)
মোট শূন্যপদ৫২৯ টি
শিক্ষাগত যোগ্যতা ➟ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
বয়সসীমা ➟ প্রার্থীর বয়স জন্ম তারিখ ০২/০১/১৯৯৬ থেকে ০১/০১/২০০৫ তারিখের মধ্যে ১৮ থেকে ২৭ বছরের মধ্যে হতে হবে। এছাড়াও সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের অর্থাৎ SC/ ST প্রার্থীরা ৫ বছর ও OBC প্রার্থীরা ৩ বছর বয়সের ছাড় পাবেন।

মাসিক বেতনপে লেভেল অনুযায়ী প্রতিমাসে ১৮,০০০ টাকা + DA

নিয়োগ পদ্ধতি ➟ প্রার্থীদের লিখিত পরীক্ষা (CBE), ফিজিক্যাল ফিটনেস টেস্টের মাধ্যমে নিয়োগ করানো হবে।

আবেদন ফি বা মূল্য ➟ আবেদন ফি বাবদ Unreserved প্রার্থীদের ক্ষেত্রে ১০০ টাকা ধার্য করা হয়েছে। এবং SC/ ST/ Ex-servicemen প্রার্থীদের ক্ষেত্রে কোনপ্রকার আবেদন মূল্য লাগবে না।

আবেদন পদ্ধতি ➟ ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন কীভাবে করবেন ➟ নীচের দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্র ডাউনলোড করতে হবে। এরপরে www.ssc.nic.in গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, নাম, ঠিকানা, সই, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে এবং সবশেষে আবেদন ফি জমা করে ফাইনাল সাবমিট করতে হবে।

Physical Standards Test
Male
  • Height : 157.5 cms
  • Chest : 81 cms

Female
  • Height : 152 cms
  • Weight : 48 kg

Physical Efficiency Test
Male
  • Walking : 1600 Meters in 15 Minutes

Female
  • Walking : 1km in 20 Minutes


গুরুত্বপূর্ণ তারিখ

আবেদন পক্রিয়া শুরু : ১৮ই জানুয়ারি ২০২৩ 
আবেদন পক্রিয়া শেষ : ১৭ই ফেব্রুয়ারি ২০২৩


গুরুত্বপূর্ণ লিংক

অফিশিয়াল নোটিফিকেশন : ডাউনলোড 
  আবেদন করুন :  ক্লিক করুন 
  অফিশিয়াল ওয়েবসাইট :  ক্লিক করুন 
  টেলিগ্রাম চ্যানেল :  যুক্ত হন

Post a Comment

0 Comments