Ads Area

West Bengal ANM & GNM Entrance Exam 2023

WB ANM GNM 2023
Exam Board :  WBJEE
Exam Name :  WB ANM GNM 2023
Qualification :  HS Pass
Exam Date :  02.07.2023
শিক্ষাগত যোগ্যতা :

যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৪০ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করতে হবে। যে সমস্ত ছাত্র-ছাত্রীরা এই বছর অর্থাৎ ২০২৩ এড় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসবেন তারাও আবেদন করতে পারবেন। এছাড়াও যারা হেলথ কেয়ার সাইন্স বিষয়ে ভোকেশনাল এ উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তারাও আবেদন করতে পারবেন।

বয়সসীমা :

৩১শে ডিসেম্বর ২০২৩ তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স ১৭ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় পাবেন।

আবেদন পদ্ধতি :

অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন মূল্য :

জেনারেল (UR) প্রার্থীদের ক্ষেত্রে ৪০০/- টাকা এবং SC / ST / OBC / PWD প্রার্থীদের ক্ষেত্রে ৩০০/- টাকা।

পরীক্ষার তারিখ :

২রা জুলাই ২০২৩ (দুপুর ১২টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত)।

নিয়োগ পদ্ধতি :

মেরিট লিস্টের মাধ্যমে নিয়োগ করা হবে।

WB ANM GNM 2023 Exam :
Exam TypeMCQ
No. of Questions100
Full Marks115
Duration90 Minutes
Negative Marking0.25
Exam LanguageBengali & English
WB ANM GNM 2023 Syllabus :
SubCategory-1  Category-2    Total No. of Questions     Total Marks
Life Sc30104050
Physical Sc1552025
Basic English151515
Mathematics101010
General Knowledge101010
Logical Reasoning555
Total8515100115

গুরুত্বপূর্ণ তারিখ :
আবেদন প্রক্রিয়া শুরু১৭ই জানুয়ারি ২০২৩
আবেদন প্রক্রিয়া শেষ১৩ই ফেব্রুয়ারি ২০২৩

আরও বিস্তারিতভাবে জানার জন্য নীচের লিঙ্ক থেকে অফিশিয়াল নোটিফিকেশনটি দেখুন।


গুরুত্বপূর্ণ লিঙ্ক :
অফিশিয়াল নোটিফিকেশন ডাউনলোড
আবেদন করুনক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইটক্লিক করুন
টেলিগ্রাম চ্যানেলযুক্ত হন

Post a Comment

0 Comments