প্রাইমারি টেট রেজাল্ট ২০২২
ডিসেম্বরের ১১
তারিখ অনুষ্ঠিত হয়েছিল প্রাইমারি টেট পরীক্ষা ২০২২। সারা রাজ্যের বিভিন্ন পরীক্ষা
কেন্দ্রে আয়োজিত হয়েছিল পরীক্ষাটি। সংশ্লিষ্ট পরীক্ষায় অংংশগ্রহণ করেছিলেন প্রায় ৭
লক্ষ পরীক্ষার্থী। সম্প্রতি প্রকাশ পেয়েছে টেট পরীক্ষার ‘ফাইনাল অ্যানসার কি’। আর
এবার ২০২২ সালের প্রাইমারি টেট রেজাল্ট প্রকাশ করলো প্রাথমিক শিক্ষা পর্ষদ (WBBPE)। অংশগ্রহণকারী পরীক্ষার্থীরা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইট (www.wbbpe.org)
এ গিয়ে ফলাফল দেখতে
পারবেন।
প্রাইমারি টেট
রেজাল্ট চেক করার ডাইরেক্ট লিংক নীচে দেওয়া হয়েছে।
২০২২ সালের
প্রাইমারি টেট রেজাল্ট প্রকাশ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। সাংবাদিক
বৈঠক করে রেজাল্ট প্রকাশ করা হয়েছে। প্রাইমারি টেট রেজাল্ট প্রকাশের সাংবাদিক
বৈঠকে নম্বরের ভিত্তিকে প্রথম, দ্বিতীয় ও তৃতীয়
স্থানধিকারীদের নাম ঘোষণা করেছেন পর্ষদ সভাপতি।
WB TET 2022 Cut Off Marks:
- General/Unreserve - 60%
- SC,ST,OBC,PH,ESM - 55%
প্রথম স্থান অধিকার করেছেন ইনা সিংহ (পূর্ব বর্ধমান), তাঁর প্রাপ্ত নম্বর ১৩৩।
দ্বিতীয় সাথে রয়েছেন মোট ৪ জন পরীক্ষার্থী। তাঁরা হলেন
- মৌনিষা কুন্ডু (হুগলি),
- মেঘনা চক্রবর্তী (পশ্চিম মেদিনীপুর),
- দীপিকা রায় (পশ্চিম মেদিনীপুর),
- অদিতি মজুমদার (পূর্ব বর্ধমান)
দ্বিতীয় স্থানধিকারীদের প্রাপ্ত নম্বর ১৩২।
তৃতীয় স্থানেও রয়েছেন মোট ৪ জন পরীক্ষার্থী। তাঁরা হলেন-
- মেহেদী হাসান (উত্তর ২৪ পরগণা),
- বিকাশ ভক্ত (পূর্ব মেদিনীপুর),
- মনামী অধিকারী (পশ্চিম মেদিনীপুর),
- প্রহ্লাদ মণ্ডল (বাঁকুড়া)
তৃতীয় স্থানধিকারীদের প্রাপ্ত নম্বর ১৩১।
প্রথম স্থান থেকে দশম স্থান পর্যন্ত মোট ১৭৭ জন
পরীক্ষার্থী রয়েছেন।
চলতি বছরের টেট
নিয়ে প্রথম থেকেই সতর্ক ছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ থেকে রাজ্য প্রশাসন। একাধিক
বিধিনিষেধ ও নজিরবিহীন পদক্ষেপ আনা হয় এবারের টেটে। পর্ষদের তরফে জানানো হয়েছিল,
কোনোপ্রকার জালিয়াতির
সুযোগ থাকবে না। পরীক্ষায় স্বচ্ছতা বজায় থাকবে। সঠিক পথে নিয়োগ পাবেন
চাকরিপ্রার্থীরা। সেই কথা মত এদিন ৯ ফেব্রুয়ারি প্রাইমারি টেট পরীক্ষার ফাইনাল
আনসার কি ও এদিন ১০ ফেব্রুয়ারি প্রকাশিত হলো প্রাইমারি টেট রেজাল্ট ২০২২।
প্রাইমারি টেট রেজাল্ট 2022 দেখবেন কিভাবে?
সকল প্রার্থীদেরকে রেজাল্ট দেখার জন্য www.wbbpe.org অফিসিয়াল সাইটে প্রবেশ করতে হবে। রেজাল্ট দেখা যাবে অনলাইনে সহজেই।
Step 1: প্রথমে প্রাইমারি বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করুন। (www.Wbbpe.org)
Step 2: হোমপেজে “Click Here Online Application For Teacher Eligibility Test-2022(TET-2022) for classes I to V” লেখা অংশে ক্লিক করুন।
Step 3: এরপরে একটি নতুন পেজ খুলে যাবে। সেখানে “Teacher Eligibility Test, 2022 (TET 2022)” কথা লেখাটিতে ক্লিক করুন।
Step 4: এরপর নতুন পেজ খুলর যাবে সেখানে “Print/ Download Result for WB Teacher Eligibility 2022” লেখা অংশে ক্লিক করুন।
Step 5: এরপর নিজের Registration Number এবং DOB বসিয়ে নিজের রেজাল্ট চেক করুন।