SSC MTS and Havaldar Syllabus 2023 in Bengali
SSC MTS and Havaldar Syllabus 2023 |
|
পরীক্ষার নাম | SSC MTS & Havaldar Exam 2023 |
বোর্ডের নাম | স্টাফ সিলেকশন কমিশন (SSC) |
শিক্ষাগত যোগ্যতা | মাধ্যমিক পাশ |
পরীক্ষার তারিখ | এপ্রিল, 2023 |
Official Website | www.ssc.nic.in |
Syllabus Download link | Given below |
কেন্দ্রীয় সরকারের স্টাফ সিলেকশন কমিশন (SSC) -এর তরফ থেকে SSC MTS and Havaldar exam 2023 পরীক্ষার নতুন সিলেবাস প্রকাশ করা হয়েছে। শেষ বছর পর্যন্ত যে সিলেবাসে পরীক্ষা হয়েছিল, তার পরিবর্তন করে নতুন সিলেবাস প্রকাশ করেছে SSC. বিগত বছরের থেকে 2023 SSC MTS and Havaldar পরীক্ষায় যে পরিবর্তন করা হয়েছে সেটি হলো, “দেশের মোট ১৩ টি আঞ্চলিক ভাষায় এই পরীক্ষা গ্রহণ করা হবে।” তার মধ্যে বাংলা ভাষাও রয়েছে।
তাই এবছর থেকে বাংলা ভাষায় SSC MTS and Havaldar পরীক্ষা দেওয়া যাবে। মোট কয়টি ধাপে পরীক্ষা হবে? পরীক্ষার সময়সীমা কত? কোন কোন বিষয় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে? বিস্তারিত সম্পূর্ণ বাংলা ভাষায় সিলেবাস জানানো হলো।
SSC MTS and Havaldar Selection Process (নিয়োগ পদ্ধতি)
মোট ২ টি ধাপে নিয়োগ করা হবে।
1) Computer Based Examination (CBT),
2) Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST). Physical Efficiency Test (PET)/ Physical Standard Test (PST) এই ধাপটি কেবল হাবিলদার (Havaldar) পদের জন্য।
3) ডকুমেন্টস ভেরিফিকেশন (DV)
Computer Based Examination (CBT)
SSC MTS & Havaldar CBT Exam Details | |
Exam Type | MCQ |
Total No. of Questions | 90 (Session-I: 40, Session-II: 50) |
Total Marks | 90 × 3 = 270 marks |
Duration | Session-I: 45 min, Session-II: 45 min |
Exam Language | Bengali/ English/ Hindi etc. |
Negative Marking | Session-I: NA, Session-II: 1 marks |
এই পরীক্ষাটি মোট ২ টি সেশনে হবে। সেশন- ১ এর ক্ষেত্রে পরীক্ষার পূর্ণমান- ১২০ (প্রশ্নের সংখ্যা ৪০ টি), এবং সেশন- ২ এর ক্ষেত্রে পরীক্ষার পূর্ণমান- ১৫০ (প্রশ্নের সংখ্যা ৫০ টি)। উভয় ক্ষেত্রেই পরীক্ষার সময়সীমা ৬০ মিনিট করে দেওয়া হবে। সেশন- ১ পরীক্ষায় কোনোরূপ নেগেটিভ মার্কিং নেই।
সেশন- ১ ও সেশন- ২ এর পরীক্ষা পর পর দিতে হবে। দুটি সেশনের পরীক্ষা বাধ্যতামূলক ভাবে দিতে হবে। যেকোনো একটি সেশনের পরীক্ষা না দিলে পরীক্ষার্থীকে ফেল বলে গণ্য করা হবে।
SSC MTS & Havaldar Number Division | ||
বিষয় | প্রশ্নের সংখ্যা | মোট নম্বর |
Session- I Syllabus | ||
গণিত | 20 | 60 |
রিজনিং | 20 | 60 |
Session- II Syllabus | ||
জেনারেল অ্যাওয়ারনেস | 25 | 75 |
ইংরেজি ও কম্প্রিহেনশন | 25 | 75 |
SSC MTS and Havaldar full Syllabus 2023
Numerical and Mathematical Ability (গণিত)
- সংখ্যা পদ্ধতি/ পূর্ণসংখ্যা (Integers and Whole Numbers)
- ল.সা.গু. ও গ.সা.গু. (LCM and HCF)
- দশমিক ও ভগ্নাংশ (Decimals and Fractions)
- সংখ্যার মধ্যে সম্পর্ক (Relationship between numbers)
- BODMAS নিয়ম (BODMAS Rule)
- শতাংশ (Percentage)
- অনুপাত ও সমানুপাত (Ratio and Proportions)
- সময় ও কার্য (Work and Time)
- সরল এবং বিপরীত অনুপাত (Direct and inverse Proportions)
- গড় (Averages)
- সরল সুদ (Simple Interest)
- লাভ ও ক্ষতি (Profit and Loss)
- ছাড় (Discount)
- বিভিন্ন জ্যামিতিক চিত্রের ক্ষেত্রফল এবং পরিধি (Area and Perimeter of Basic Geometric Figures)
- সময় ও দূরত্ব (Time & Distance)
- সরলরেখা ও কোণ (Lines and Angles)
- গ্রাফ এবং ডেটা (Interpretation of simple Graphs and Data)
- বর্গ ও বর্গমূল (Square and Square roots) etc.
Reasoning Ability and Problem Solving (রিজনিং)
- Alpha-Numeric Series
- Coding and Decoding
- Analogy
- Directions
- Similarities and Differences
- Jumbling
- Problem Solving and Analysis
- Nonverbal Reasoning based on diagrams
- Age Calculations
- Calendar
- Clock
- Visual memory
- Decision making
- Discriminating observation
- Blood relation
- Figure classification
- Symbol
- Water image
- Glass image
- Venn diagram
- Graph
- Paper folding
- Space visualization
- Problem solving
General Awareness (জেনারেল অ্যাওয়ারনেস)
- ইতিহাস (History)
- ভূগোল (Geography)
- শিল্প ও সংস্কৃতি (Art and Culture)
- নাগরিক বিজ্ঞান (Civics)
- অর্থনীতি (Economics)
- সাধারণ বিজ্ঞান (General Science)
- পরিবেশ বিজ্ঞান (Environmental studies)
English Language and Comprehension
- Vocabulary
- Grammar
- Sentence structure
- Antonyms & synonyms and its correct usage
- Comprehension
- Voice change
- Narration change
- Spelling error
- Idiom and phrase etc.
Qualifying Mark for SSC MTS and Havalder Exam 2023
Qualifying marks Session- I / Session- II | |
Category | % (Out of full marks) |
UR | 30% |
OBC/ EWS | 25% |
All other categories | 20% |
PET & PST for Havaldar
Physical Efficiency Test (PET)
কার্যকলাপ | পুরুষ | মহিলা |
হাঁটা | 15 মিনিটে 1600 মিটার | 20 মিনিটে 1 কিমি |
যেসব মহিলা প্রার্থী ১২ সপ্তাহ কিংবা তার বেশি দিন ধরে গর্ভবতী তাদের সাময়িকভাবে শারীরিক অযোগ্য বলে ধরা হবে। এবং শারীরিক ভাবে সামর্থ্য হওয়ার পরেই আবার Physical Efficiency Test -এ অংশগ্রহণের সুযোগ পাবেন।
Physical Standard Test (PST)
পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে | |
উচ্চতা | ছাতি |
157.5 সেমি (অসমীয়া, গোর্খা ও তপশীলি উপজাতিদের ক্ষেত্রে 152.5 সেমি) | 81 সেমি (অন্তত 5 সেমি প্রসারণের ক্ষমতা থাকতে হবে) |
মহিলা প্রার্থীদের ক্ষেত্রে | |
উচ্চতা | ওজন |
152 সেমি (অসমীয়া, গোর্খা ও তপশীলি উপজাতিদের ক্ষেত্রে 149.5 সেমি) | 48 কেজি (অসমীয়া, গোর্খা ও তপশীলি উপজাতিদের ক্ষেত্রে 46 কেজি) |
Required documents for DV
যেসব প্রার্থীরা Computer Based Examination ও PET/ PST (কেবল হাবিলদার পদের ক্ষেত্রে) পাশ করবেন তাদের পরবর্তী ধাপ হলো ডকুমেন্টস ভেরিফিকেশন বা DV. ডকুমেন্টস ভেরিফিকেশন -এর জন্য যেসব ডকুমেন্টস প্রয়োজন হবে সেগুলি হলো-
১) মাধ্যমিকের সার্টিফিকেট
২) জাতিগত শংসাপত্র (সংরক্ষিত প্রার্থীদের ক্ষেত্রে)
৩) PWD সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
৪) No Objection Certificate (যেসব প্রার্থীরা বর্তমানে কোনো সরকারি/ বেসরকারি সংস্থায় কর্মরত রয়েছেন)
৫) আধার কার্ড ইত্যাদি
SSC MTS and Havaldar Syllabus 2023 in Bengali FAQ
Q: SSC MTS and Havaldar Exam কোন ভাষায় পরীক্ষা দেওয়া যাবে?
Ans: বাংলা, ইংরেজি, হিন্দি সহ মোট ১৩ টি ভারতীয় ভাষায় পরীক্ষা দেওয়া যাবে।
Q: SSC MTS and Havaldar পদে আবেদন করার যোগ্যতা কি লাগে?
Ans: মাধ্যমিক পাশ।
Q: SSC MTS and Havaldar বাংলা সিলেবাস কীভাবে ডাউনলোড করবো?
Ans: এই পোস্টে SSC MTS and Havaldar পরীক্ষার সিলেবাস সম্পূর্ণ বাংলা ভাষায় প্রকাশ করা হয়েছে।
Q: মাল্টিটাস্কিং স্টাফ (MTS) পদের ক্ষেত্রে কি শারীরিক যোগ্যতা দেখা হবে?
Ans: না।