Ads Area

UPSC -এর মাধ্যমে কর্মী নিয়োগ | Union Public Service Commission Recruitment 2023



Employment No- 03/2023

আবেদনের শেষ তারিখ-  মার্চ২০২৩


পদের নাম- Foreman

যে সমস্ত পদে নিয়োগ করা হবে সেগুলো হলো- Aeronautical, Chemical, Computer IT, Electrical, Electronics, Metallurgy, Textile

শিক্ষাগত যোগ্যতা যেকোনো স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে সংশ্লিষ্ট ক্ষেত্রে Engineering/ Technology -তে Degree করা থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

 

পদের নাম- Deputy Director

মোট শূন্যপদ- ১২ টি ।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Economic/ Statistics/ Mathematics/ Commerce/ Psychology/ Sociology/ Social Work/ Public Administrative/ Business Administrative - Master’s Degree করা থাকলে আবেদন করতে পারবেন।

বয়স- প্রার্থীর বয়স সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন।

 

পদের নাম- Asst Controller

মোট শূন্যপদ- ৪৭ টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে Mining Engineering - Engineering/ Technology -তে Bachelor’s Degree করা থাকলে আবেদন করতে পারবেন।

 

পদের নাম- Labour Officer

মোট শূন্যপদ টি।

শিক্ষাগত যোগ্যতা- যেকোনো শিক্ষাপ্রতিষ্ঠান থেকে গ্ৰ্যাজুয়েশন পাশ সহ সংশ্লিষ্ট তিন বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারবেন।

 

বেতন- উভয় পদের ক্ষেত্রে পে লেভেল অনুযায়ী প্রতিমাসে বেতন দেওয়া হবে।


আবেদন পদ্ধতি- ইচ্ছুক প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নিচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করার সময় প্রার্থীর বৈধ ইমেইল আইডি, মোবাইল নাম্বার, শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সহ সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস স্ক্যান করে আপলোড করতে হবে।

 

আবেদন ফি- আবেদন ফি বাবদ সবার জন্য ২৫/- টাকা ধার্য করা হয়েছে। আবেদন ফি জমা দেয়া যাবে Net Banking/ Credit Card/ Debit Card -এর মাধ্যমে।



 

Official Notification: Download Now

Apply Now: Click Here



Post a Comment

0 Comments