।। হাই ট্রাফিক এর কারণে ওয়েবসাইট থেকে অর্ডার করার লিংক সরিয়ে দিয়েছেন ।।
আবার ফিরে এলে আপনাদের জানিয়ে দেওয়া হবে
ভারতে যেহেতু আগামী ২২ শে জানুয়ারি রাম মন্দির উদ্বোধনের জন্য দিন ঠিক করা হয়েছে। সেহেতু সেই দিন সকলেই চায় সেখানে উপস্থিত হয়ে রাম মন্দিরের প্রসাদ (Ram Mandir Prasad Home Delivery) গ্রহণ করতে। কিন্তু বিশেষত সেদিন আয়োধ্যাতে এতটাই মানুষের ভিড় হবে যে ১৪৫ কোটি জনসংখ্যার দেশে সকলের পক্ষে এক দিনে রাম মন্দির পরিদর্শন করা সম্ভব হবে না। ফলে অনেকেই হয়তো ঘরে বসে টেলিভিশনেই এই দুর্লভ অভিজ্ঞতার লাভ ওঠাবেন। এক্ষেত্রে যারা স্বশরীরে অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেন না, তারাও হাতে প্রসাদ পেয়ে যাবেন। ভাবছেন কীভাবে? আসলে হালফিলে ‘খাদিঅর্গানিক’ নামের একটি বেসরকারি সংস্থা দেশের প্রতিটি বাড়িতে বিনামূল্যে রাম মন্দিরের প্রসাদ বিতরণ করবে বলে প্রচার করছে। তাই আপনারাও যদি বাড়ি বসেই রাম মন্দিরের প্রসাদ পেতে চান, তবে স্লট বুকিংয়ের প্রক্রিয়া আমাদের এই প্ৰতিবেদন থেকে জেনে নিন।
সারাদেশে বিনামূল্যে রাম মন্দিরের প্রসাদ বিতরণ করবে ‘খাদিঅর্গানিক’
‘খাদিঅর্গানিক’ হল একটি বেসরকারি সংস্থা, যার কাজ হল ভারতে তৈরি করা জৈব পণ্য আমেরিকা ও কানাডায় বিক্রি করা। এই বিশেষ উদ্যোগ সম্পর্কে সংস্থাটির সেলস হেড আদর্শ জানিয়েছেন যে, খাদিঅর্গানিক -এর প্রতিষ্ঠাতা তথা বর্তমানে মেটা -এর অধীনে কর্মরত আশিস সিং প্রায় ২০-২৫ দিন আগে স্বপ্নে হনুমান জি -এর থেকে অযোধ্যার রাম মন্দিরের প্রাণ-প্রতিষ্ঠা অনুষ্ঠানের প্রসাদ বিতরণ করার নির্দেশ পান। যেকারণে আশিস দেশের বিভিন্ন প্রান্তে বসবাসকারী রাম ভক্তদের হাতে বিনামূল্যে প্রসাদ পৌঁছে দেওয়ার গুরুদায়িত্ব নিজের কাঁধে তুলে নেন। একই সাথে ইচ্ছুক ব্যক্তিরা যাতে এই বিষয়ে অবগত থাকেন তার জন্য ইতিমধ্যেই প্রচারকার্যও শুরু করে দিয়েছেন তিনি।
আদর্শ আরো জানিয়েছেন যে, খাদিঅর্গানিকের অধীনে কর্মরত ব্যক্তিরা ২২শে জানুয়ারি প্রসাদ নিয়ে রাম মন্দিরে যাবেন। সেখানে প্রাণ-প্রতিষ্ঠার পুজো সম্পন্ন হওয়ার পর ফিরে আসবেন। এরপর দেশবাসীর মধ্যে এই প্রসাদ বিতরণ করা হবে। সংস্থাটির সেলস হেডের বিবৃতি অনুসারে, তাদের সংস্থা প্রথমে প্রতিটি জেলার হাসপাতালে প্রসাদ বিতরণ করার পরিকল্পনা করেছিল। কিন্তু রাম ভক্তদের তরফ থেকে তাদের বাড়িতেও প্রসাদ পৌঁছে দেওয়ার অনুরোধ আসতে থাকায় পরিকল্পনায় পরিবর্তন নিয়ে আসা হয়।
জানা গেছে, খাদিঅর্গানিক দেশের প্রতিটি ঘরে রাম মন্দিরের প্রসাদ পৌঁছে দেওয়ার জন্য ‘শিপ রকেট’ ডেলিভারি সংস্থার সাথে হাত মিলিয়েছে। প্রসাদ ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য প্রতি পার্সেল পিছু আনুমানিক ৪০-৬০ টাকা খরচ পড়বে, যা কিনা সংস্থা নিজের পকেট থেকে দেবে। তবে প্রসাদ পৌঁছে দেওয়ার ডেলিভারি চার্জ হিসাবে ৫১ টাকা চাওয়া হবে বুকিংকারীদের কাছে।
প্রসঙ্গত খাদিঅর্গানিক -এর কর্মকর্তা জানিয়েছেন, প্রসাদ ছাড়াও রাম মন্দির সম্পর্কিত অন্যান্য জিনিস, যেমন – টি-শার্ট, মুদ্রা, পতাকা ইত্যাদিও সংস্থার আধিকারিক ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যায়। এক্ষেত্রে বিক্রি হওয়া দ্রব্যাদির থেকে আসা আয় ২২শে জানুয়ারির আগে দান করা হবে বলেও জানা যাচ্ছে।
অযোধ্যার রাম মন্দিরের প্রসাদ বিনামূল্যে পাওয়ার জন্য এইভাবে অনলাইন বুকিং করবেন –
- প্রথমেই khadiorganic.com ওয়েবসাইটে চলে যান। এখানে হোম স্ক্রিনে দৃশ্যমান ‘Free Prasad’ বিকল্পে ক্লিক করুন।
- এরপর একটি নয়া পেজে আপনাদের রিডিরেক্ট করা হবে। সেখানে নিজ মোবাইল নম্বর এন্টার করুন।
- যদি ডোরস্টেপ ডেলিভারি চান তবে ‘Delivery’ অপশনে ক্লিক করুন। আর যদি বিতরণ কেন্দ্র থেকে প্রসাদ নিতে চান তবে ‘pickup from your distribution Center’ বিকল্পটি বেছে নিন।
- পরবর্তীতে আপনাদের কাছে – ঠিকানা, নাম, ইত্যাদি ব্যক্তিগত তথ্য চাওয়া হবে। এগুলি এন্টার করুন।
- পরবর্তীতে আপনাকে আপনার ডেলিভারি মেথড বেছে নিতে হবে। এখানে দুটি অপশন রয়েছে আপনি যদি আপনার ঘরে এর ডেলিভারি নিতে চান তবে সে ক্ষেত্রে ৫১ টাকা লাগবে। আর দেশের বাইরে নিতে চাইলে $11 লাগবে। এছাড়া আপনি যদি যেকোনো ডিস্ট্রিবিউটার সেন্টার থেকে নিতে চান তবে সেক্ষেত্রে কোনরকম টাকা আপনাদের দিতে হবে না।
- আপনার আপনাদের পছন্দ মত মেথড সিলেক্ট করে নেবেন।
- পরিশেষে ডেলিভারি চার্জ প্রদান করুন।
- আপনাদের অর্ডারটি সাবমিট করে দিলেই। অর্ডার (How To Order Ram Mandir Prasad 2024) সাকসেসফুল সাবমিট হয়ে যাবে এবং সময়মতো আপনার কাছে পৌঁছে যাবে।
Note : খাদিঅর্গানিক -এর ওয়েবসাইট অনুসারে, বর্তমানে অর্ডার ট্র্যাক করার কোনো সুবিধা দেওয়া হচ্ছে না। তবে ২২শে জানুয়ারির পর বুকিংকারীরা তাদের অর্ডার সম্পর্কিত বিস্তারিত তথ্য জানতে পারবেন।
𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥