RRB ALP Recruitment 2024: অবশেষে প্রকাশ পেল ভারতীয় রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট নিয়োগের বিজ্ঞপ্তি। মাধ্যমিক পাশ চাকরিপ্রার্থীদের সংশ্লিষ্ট ট্রেড সার্টিফিকেট থাকলেই এখানে আবেদন করতে পারবেন। সাম্প্রতিক ভাবে ৫ হাজারের বেশি শূন্যপদে এই নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
Employment No.- 01/2024
পদের নাম : সহকারী লোকো পাইলট (Assistant Loco Pilot)
মোট শূন্যপদ (RRB ALP Recruitment 2024) : ৫৬৯৬ টি ।
শিক্ষাগত যোগ্যতা (RRB ALP Recruitment 2024)
- মাধ্যমিক পাস সাথে ITI সার্টিফিকেট। অথবা
- উচ্চ মাধ্যমিক পাস সাথে দুই বছরের ডিপ্লোমা। অথবা
- এছাড়াও মাধ্যমিক পাস ও সাথে তিন বছরের ডিপ্লোমা। অথবা
- মাধ্যমিক পাস এবং সাথে অ্যাপ্রেন্টিস |
- মেনটেনেন্স মেকানিক, ইলেকট্রনিক্স মেকানিক সমন্ধিত সংশ্লিষ্ট ট্রেডগুলির যেকোনো একটিতে পূর্ণ সময়ের ডিগ্রী সার্টিফিকেট থাকলে এখানে আবেদন করতে পারবেন।
বয়সসীমা (RRB ALP Recruitment 2024)
- উক্ত পদে আবেদন জানানোর জন্য ১ জুলাই, ২০২৪ তারিখ অনুযায়ী চাকরিপ্রার্থীদের বয়স হতে হবে ন্যূনতম ১৮ বছর থেকে সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে। সংরক্ষিত এবং অনগ্রসর শ্রেণীর চাকরিপ্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় দেয়া হবে।
মাসিক বেতন (RRB ALP Recruitment 2024)
- কেন্দ্রীয় সরকারের সপ্তম বেতন কমিশনের সুপারিশ অনুযায়ী উক্ত পদে প্রার্থীদের প্রাথমিক বেতন হল ১৯,৯০০/- টাকা।
আবেদন পদ্ধতি (RRB ALP Recruitment 2024)
- সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে নিজেদের আবেদন নথিভুক্ত করতে হবে প্রার্থীদের।
- সবার প্রথমে উক্ত ওয়েবসাইটে নিজের একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। বৈধ মোবাইল নম্বর এবং ইমেইল আইডি ব্যবহার করে একাউন্ট ক্রিয়েট করবেন প্রার্থীরা।
- এরপর সংশ্লিষ্ট ফোরাম থেকে নির্দিষ্ট অনলাইন আবেদন পত্রে সমস্ত প্রয়োজনীয় তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে। নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্যগুলি নির্ভুলভাবে পূরণ করার পর প্রয়োজনীয় নথিগুলি স্ক্যান করে আপলোড করতে হবে।
- এই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পর আবেদনপত্র সাবমিট করে নির্দিষ্ট আবেদন ফি জমা করতে হবে
- আবেদনপত্রে কোন ভুল তথ্য সাবমিট হলে পরবর্তীকালে ২৫০/- টাকা মডিফিকেশন ফি জমা করে আবেদনপত্রে সঠিক তথ্য অন্তর্ভুক্ত করতে পারবেন।
আবেদন ফি (RRB ALP Recruitment 2024)
- সাধারণ এবং ওবিসি জাতিভুক্ত প্রার্থীদের ৫০০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
- তপশিলি জাতি এবং উপজাতিভুক্ত প্রার্থী, মহিলা এবং সংখ্যালঘু জাতিভুক্ত প্রার্থীদের ২৫০/- টাকা আবেদন ফি জমা করতে হবে।
- যেকোনো অনলাইন মাধ্যম, ডেবিট অথবা ক্রেডিট কার্ড, এবং ইউপিআই -এর মাধ্যমে আবেদন ফি জমা করা যাবে।
নিয়োগ পদ্ধতি (RRB ALP Recruitment 2024)
- অনলাইন মাধ্যমে CBT পরীক্ষার মাধ্যমে যোগ্য চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। CBT পরীক্ষা দুটি ধাপে আয়োজন করা হবে।
- প্রথম ধাপে CBT-1 পরীক্ষা হবে ৬০ মিনিটের জন্য যেখানে প্রশ্ন থাকবে মোট ৭৫ টি।
- দ্বিতীয় ধাপে CBT-2 পরীক্ষা হবে ২ ঘণ্টা ৩০ মিনিটের জন্য যেখানে প্রশ্ন থাকবে মোট ১৭৫ টি। এই দুই ধাপের পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের
- তৃতীয় ধাপে – কম্পিউটার বেস্ট অ্যাপটিটিউড টেস্ট পরীক্ষা আয়োজিত হবে। এই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের
- চতুর্থ ধাপে – ডকুমেন্ট ভেরিফিকেশন এবং
- পঞ্চম এবং অন্তিম ধাপে – মেডিক্যাল ফিটনেস চেকাপের পর নিয়োগ করা হবে।
আবেদনের শেষ তারিখ (RRB ALP Recruitment 2024) : ১৯ ফেব্রুয়ারি, ২০২৪।
𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥