Ads Area

WB CID Supervisor and Computer Analyst Recruitment 2024 | রাজ্য সিআইডিতে সুপারভাইজার নিয়োগ

WB CID Supervisor and Computer Analyst Recruitment 2024 রাজ্য সিআইডিতে সুপারভাইজার নিয়োগ


রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সুপারভাইজার পদে কম্পিউটারের কাজে অবগত চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে এখানে আবেদন জানাতে পারবেন।

Employment No.- L7 /CID/GL-l


পদের নাম- Supervisor Level-III, Computer Analyst

মোট শূন্যপদ- ৪১ টি।

শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট ক্ষেত্রের চাকরির জন্য কম্পিউটার সংক্রান্ত টেকনিক্যাল বিভাগের বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে পূর্ণ সময়ের স্নাতক, স্নাতকোত্তর অথবা বিষয়ভিত্তিক ডিপ্লোমা ডিগ্রী থাকলে এখানে আবেদন জানাতে পারবেন।
  • Supervisor Level-III : 1st Class MCA or, lst Class M.Sc in IT/Computer Science or, 1st Class BE in IT/Computer Science or, 1st Class B.Tech in IT / Computer Science with skill in software design, development, documentation & implementation support
  • Computer Analyst : PGDCA/B.Sc ( Computer Science)/BCA/DOEACC"A" level course of three year duration or equivalent from recognized University/lnstitute with skill in (a) Installation, maintenance of application software & DBMS (b) lmplementation Support

মাসিক বেতন- দুই ধরনের পদের জন্য এখানে যথাক্রমে ৩৩,০০০/- টাকা এবং ২০,০০০/- টাকা মাসিক বেতন দেওয়া হবে।

বয়সসীমা- সরকারি ক্ষেত্রে নিয়োগের স্বাভাবিক বয়সসীমা এখানে লাগু হবে।

আবেদন পদ্ধতি-  অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন নিম্নলিখিত ধাপগুলি ফলো করে।
  1. সবার প্রথমে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
  2. নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নিন।
  3. নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে।
  4. সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ- ১১ ফেব্রুয়ারি ২০২৪।



🌐 Official Website 🌐

👉 Apply Now 👈



Post a Comment

0 Comments