রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর। সুপারভাইজার পদে কম্পিউটারের কাজে অবগত চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। যেকোনো ভারতীয় নাগরিক পশ্চিমবঙ্গের জেলাগুলি থেকে এখানে আবেদন জানাতে পারবেন।
Employment No.- L7 /CID/GL-l
পদের নাম- Supervisor Level-III, Computer Analyst
মোট শূন্যপদ- ৪১ টি।
শিক্ষাগত যোগ্যতা- সংশ্লিষ্ট ক্ষেত্রের চাকরির জন্য কম্পিউটার সংক্রান্ত টেকনিক্যাল বিভাগের বিষয়গুলির মধ্যে যেকোনো একটিতে পূর্ণ সময়ের স্নাতক, স্নাতকোত্তর অথবা বিষয়ভিত্তিক ডিপ্লোমা ডিগ্রী থাকলে এখানে আবেদন জানাতে পারবেন।
- Supervisor Level-III : 1st Class MCA or, lst Class M.Sc in IT/Computer Science or, 1st Class BE in IT/Computer Science or, 1st Class B.Tech in IT / Computer Science with skill in software design, development, documentation & implementation support
- Computer Analyst : PGDCA/B.Sc ( Computer Science)/BCA/DOEACC"A" level course of three year duration or equivalent from recognized University/lnstitute with skill in (a) Installation, maintenance of application software & DBMS (b) lmplementation Support
মাসিক বেতন- দুই ধরনের পদের জন্য এখানে যথাক্রমে ৩৩,০০০/- টাকা এবং ২০,০০০/- টাকা মাসিক বেতন দেওয়া হবে।
বয়সসীমা- সরকারি ক্ষেত্রে নিয়োগের স্বাভাবিক বয়সসীমা এখানে লাগু হবে।
আবেদন পদ্ধতি- অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন নিম্নলিখিত ধাপগুলি ফলো করে।
- সবার প্রথমে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করে নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করুন।
- নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন করে নিন।
- নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করতে হবে।
- সবার শেষে যাবতীয় ডকুমেন্ট সঙ্গে রঙিন পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করে সাবমিট বাটনে ক্লিক করুন।
আবেদনের শেষ তারিখ- ১১ ফেব্রুয়ারি ২০২৪।
🌐 Official Website 🌐
👉 Apply Now 👈