Ads Area

WB Budget 2024: কর্মশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, ৫ লাখ চাকরি: মমতা বাজেটে কী আছে আপনার জন্য ?

WB Budget 2024 রাজ্য বাজেট ২০২৪-২৫

রাজ্য বাজেট ২০২৪-২৫

৮ ফেব্রুয়ারি রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করেন।


এক নজরে রাজ্য বাজেট


লক্ষ্মীর ভাণ্ডার বাড়ল

  • এই প্রকল্পে মাসিক সহায়তা ৫০০ টাকা থেকে বেড়ে ১০০০ টাকা আর জনজাতি মহিলাদের জন্য ১২০০ টাকা করা হয়েছে। মোট উপকৃত মহিলা ২ কোটি ১১ লাখ।

কর্মশ্রী

  • কেন্দ্রীয় সরকারের ১০০ দিনের কাজের বিকল্প রাজ্যের এই প্রকল্পে বছরে ৫০ দিনের কাজ হয়। প্রকল্পের জন্য ৩৭০০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। মে মাস থেকে কাজ শুরু হবে।

৫ লাখ চাকরির সংস্থান

  • সরকারি দফতর ও সরকার নিয়ন্ত্রিত সংস্থায় ৫ লাখ চাকরির ব্যবস্থা।

সিভিক পুলিশ

  • সিভিক, গ্রিন ও ভিলেজ পুলিশদের মাসিক ভাতা ১০০০ টাকা বাড়ছে। এদের পুলিশে যুক্ত হওয়ার কোটা ১০% থেকে বেড়ে ২০% হচ্ছে।

ডিএ

  • সরকারি কর্মীদের আরো ৪% ডিএ।

পরিযায়ী শ্রমিক

  • পরিযায়ী শ্রমিকদের আনা হচ্ছে স্বাস্থ্যসাথী প্রকল্পে।
  • জাতীয় হারের চেয়ে রাজ্যে বেকারত্বের হার ৩% কম।
  • যন্ত্রপাতি কিনতে কারিগরকে এককালীন ১৫,০০০ টাকা, শিল্প সমবায় সমিতিকে ১০ লাখ পর্যন্ত আর্থিক সাহায্য দেওয়া হবে।
  • প্রাকৃতিক বিপর্যয়, দুর্ঘটনায় ১৮-৬০ বছরে কারিগর ও তাঁতিদের মৃত্যু হলে পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সাহায্য দেওয়া হবে।
  • রেগার মতোই প্রধানমন্ত্রী আবাস যোজনায় কেন্দ্রীয় সরকার টাকা না দিলে রাজ্য সরকার নিজেই বঞ্চিত ১১ লাখ পরিবারকে টাকা দেবে।

প্রাপ্য

  • চুক্তিভুক্ত কর্মীদের অবসরের সময়ে এককালীন প্রাপ্য বেড়ে হচ্ছে ৫ লাখ টাকা।

পথশ্রী

  • ১২০০০ কিলোমিটার গ্রামীণ রাস্তার উন্নতির জন্য 'পথশ্রী ৩' প্রকল্পে ৩৮৬৮ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
  • তরুণের স্বপ্ন প্রকল্পে এখন একাদশের ছাত্রছাত্রীদের ১০০০০ টাকা ও অনলাইনে পড়াশোনার জন্য ট্যাব বা স্মার্টফোন দেওয়া হবে।
  • ভবিষ্যৎ ক্রেডিট কার্ড প্রকল্পে যুব উদ্যোগপতিদের কোনোরকম জামিন ছাড়াই ১০০% ঋণ মাত্র ৪% সুদে দেওয়া হবে।
  • মিড-ডে মিলের রাঁধুনি ও সহায়কদের মাসিক ভাতা ৫০০ টাকা বাড়ল।

সমুদ্র সাথী

  • পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার প্রত্যেক নথিভুক্ত মৎস্যজীবী এপ্রিল থেকে জুন প্রতি মাসে এই প্রকল্পে ৫০০০ টাকা পাবেন।
  • আলুচাষে বিমার প্রিমিয়াম দেওয়ার ফলে ২০ লাখ আলুচাষি উপকৃত হবেন।
  • সাঁওতালডিহি, বক্রেশ্বর ও দুর্গাপুরে ৪ বছরে ৪টি নতুন ইউনিটে উৎপাদনের লক্ষ্যমাত্রা রাখা হয়েছে ২৯২০ মেগাওয়াট।

৬টি শিল্প ও অর্থনৈতিক করিডর

  • ডানকুনি-খড়গপুর-রঘুনাথপুর, কল্যাণী-ডানকুনি, ডানকুনি-তাজপুর, পানাগড়-কোচবিহার, খড়গপুর- মুর্শিদাবাদ, বেনারস-কলকাতা জাতীয় সড়ক বরাবর পুরুলিয়া গুরুডি-জোকা।
  • ইএম বাইপাসের মেট্রোপলিটন মোড় থেকে নিউটাউনের মহিষবাথান পর্যন্ত ৭ কিলোমিটার দীর্ঘ ৪ লেনের উড়ালপুল হবে। প্রথম বছরে ১৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

গঙ্গাসাগর সেতু

  • মুড়িলট নম্বর ৮ ও কচুবেড়িয়ার মধ্যে ১২০০ কোটি টাকা খরচে ৩.১ কিলোমিটার দীর্ঘ গঙ্গাসাগর সেতু তৈরি হবে।
  • বর্ধমান-আরামবাগ রাস্তায় কৃষক সেতুর সমান্তরাল ৪ লেনের শিল্প সেতু হবে।


 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥


 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐖𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥

Post a Comment

0 Comments