Ads Area

WB Gram Panchayat Recruitment 2024 | গ্রাম পঞ্চায়েত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি

WB Gram Panchayat Recruitment 2024 | গ্রাম পঞ্চায়েত নিয়োগের অফিসিয়াল বিজ্ঞপ্তি

Gram Panchayat Recruitment Update 2024 – রাজ্যের গ্রাম পঞ্চায়েতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। রাজ্যের চাকরি প্রার্থীর জন্য চিন্তার কারণ দূর করতে রাজ্য সরকারের এই পদক্ষেপ। লোকসভা ভোটের আগে এই বিজ্ঞপ্তিতে দেওয়া শূন্যপদের সকল প্রার্থীদের গ্রাম পঞ্চায়েত,পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদে নিয়োগ করা হবে। আবেদনের আগে আবেদন সংক্রান্ত খুঁটিনাটি তথ্য জেনে নিন।


Employment No.— l/488949/2024-PRD-30011/85/2023- PRI
মোট শূন্যপদ— ৬,৬৫২ টি।

পদের নাম (WB Gram Panchayat Recruitment 2024)

  • এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট
  • গ্রাম পঞ্চায়েত কর্মী
  • নির্মাণ সহায়ক
  • সেক্রেটারি অ্যাকাউন্টস ক্লার্ক
  • ব্লক ইনফরমেটিকস অফিসার
  • ক্লার্ক কাম টাইপিস্ট
  • ডেটা এন্ট্রি অপারেটর
  • পঞ্চায়েত সমিতি পিওন
  • লোয়ার ডিভিশান অ্যাসিস্ট্যান্ট
  • স্টেনোগ্রাফার
  • অ্যাডিশনাল অ্য়াকাউন্ট্যান্ট
  • ডিস্ট্রিক্ট ইনফরমেশন অ্যানালিস্ট
  • সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল বা সিভিল)
  • পরিষদ পাবলিক হেলথ অফিসার
  • সিস্টেম ম্যানেজার ও কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ

এই বাংলা সহায়তা কেন্দ্রে বিভিন্ন পদে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি ও জেলা পরিষদের বিভিন্ন পদে প্রার্থীদের জেলাভিত্তিক শূন্যপদ আলাদা। রাজ্যের জেলা ভিত্তিক শূন্য পদ হলো –

  • ১) আলিপুরদুয়ার জেলায় – ১২১টি শূন্যপদ।
  • ২) বাকুড়া জেলায় – ৬০৭ টি শূন্যপদ
  • ৩) বীরভূম জেলায় – ১৪৩ টি শূন্যপদ
  • ৪) কোচবিহার জেলায় -১৯৪ টি শূন্যপদ
  • ৫) দক্ষিণ দিনাজপুর জেলায় ১৮২টি শূন্যপদ
  • ৬) দার্জিলিং জেলায় ৩৬৬ টি শূন্যপদ
  • ৭) হুগলি জেলায় ৬০১ টি শূন্যপদ
  • ৮) হাওড়া জেলায় ৪৩৭ টি শূন্যপদ
  • ৯) জলপাইগুড়ি জেলায় ১৪৬ টি শূন্যপদ
  • ১০) ঝাড়গ্রাম জেলায় ২২২ টি শূন্যপদ
  • ১১) কালিম্পঙ – ১৬৯ টি শূন্যপদ
  • ১২) মালদা জেলায় – ১৩৬ টি শূন্যপদ
  • ১৩) মুর্শিদাবাদ জেলায় – ১৭৩ টি শূন্যপদ
  • ১৪) নদীয়া জেলায় – ১৪১ টি শূন্যপদ
  • ১৫) উত্তর ২৪ পরগনা জেলায় – ৫৬৬ টি শূন্যপদ
  • ১৬) পশ্চিম বর্ধমান জেলায় ১১৭ টি শূন্যপদ
  • ১৭) পশ্চিম মেদিনীপুর জেলায় – ৫৬০ টি শূন্যপদ
  • ১৮) পূর্ব বর্ধমান জেলায় – ২৯৯ টি শূন্যপদ
  • ১৯) পুরুলিয়া জেলায় – ৩৯৮ টি শূন্যপদ
  • ২০) দক্ষিণ ২৪ পরগনা জেলায় – ৫১৬ টি শূন্যপদ
  • ২১) উত্তর দিনাজপুর – ৯৬ টি শূন্যপদ
  • ২২) পূর্ব মেদিনীপুর – ৩২১ টি শূন্যপদ

বয়সসীমা (Gram Panchayat Recruitment Update 2024)

  • আবেদনের জন্য অবশ্যই প্রার্থীর বয়স ১৮ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে।

কীভাবে করবেন আবেদন?

  • চাকরি প্রার্থীরা আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে অনলাইনে রেজিস্ট্রেশন প্রক্রিয়া। অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে।
  • প্রার্থীরা নীচে উল্লিখিত পদক্ষেপগুলি অনুসরণ করে সহজেই গ্রাম পঞ্চায়েত নিয়োগ প্রক্রিয়ার জন্য নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন।
  • পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন বিভাগের অফিসিয়াল ওয়েবসাইট @prd.wb.gov.in- এ “ক্যারিয়ার” বিভাগটি খুলে একই পৃষ্ঠায় “ওয়েস্ট বেঙ্গল গ্রাম পঞ্চায়েত নিয়োগ ২০২৪” ক্লিক করে আবেদনে ক্লিক করলে যে পৃষ্ঠাটি আসবে তাতে আপনার নাম, জন্ম তারিখ, ফোন নম্বর, লিঙ্গ ইত্যাদি লিখে ফর্ম ফিলাপ করে শিক্ষাগত শংসাপত্র আপলোড করতে হবে। এরপর আবেদনপত্রে উল্লেখিত আবেদন ফি প্রদান করতে হবে। এরপর সাবমিট অপশনে ক্লিক করে আবেদনপত্র জমা দিতে হবে। ভবিষ্যতের রেফারেন্সের জন্য ব্যবহার করার জন্য আবেদন ফর্মটি সংরক্ষণ করে রাখুন।

How to Apply ?

Register Now



💥💥💥

 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐓𝐞𝐥𝐞𝐠𝐫𝐚𝐦 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥


 𝐉𝐨𝐢𝐧 𝐎𝐮𝐫 𝐖𝐡𝐚𝐭𝐬𝐚𝐩𝐩 𝐂𝐡𝐚𝐧𝐧𝐞𝐥

Post a Comment

0 Comments